করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ‘বাতি জ্বালাও’ কর্মসূচি পালন না করার অভিযোগে একদল যুবকের রোষে পড়ল দলিত পরিবার। গত রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য় ‘আলো না নেভানোয়’ এক দলিত পরিবারের বাড়িতে হামলা চালানোর অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। পালওয়ালের পিঙ্গোর গ্রামের ওই বাসিন্দার অভিযোগ, আচমকাই রবিবার ইট, লাঠি, পাথর, লোহার রড দিয়ে হামলা চালানো হয়। যদিও আক্রান্তের দাবি, প্রধানমন্ত্রী কথা মতো রবিবার রাত ৯টা ৯ মিনিটের জন্য় তাঁরা আলো নিভিয়েছিলেন। নির্ধারিত সময়ের পরই তাঁরা আলো জ্বালান।
অভিযোগপত্রে আক্রান্ত দলিত ব্যক্তি জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ছিলেন। সেসময় আচমকা কয়েকজন ‘সমাজবিরোধী’ তাঁর বাড়িতে জোর করে ঢুকে জাতিবিদ্বেষী মন্তব্য় করে। এর আগে, বিদ্য়ুতের আলো বন্ধ করতে হুমকি দেয় তারা। বাধা দিলে, দলিত পরিবারের সদস্য়দের লাঠি, ইট, পাথর, লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের বাড়ি লুঠ করারও অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। বাড়ির দরজা-জানলা, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি।
এমনকি, এ ঘটনায় আইনি পদক্ষেপ না করার জন্য় হামলাকারীরা হুমকিও দেয় বলে দাবি করেছেন আক্রান্তরা। সদর পালওয়াল থানার স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার বলেন, ”এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪, ৪২৭, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। অঙ্কিত, সচিন, পবন নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। অন্য় অভিযুক্তরা এখনও ফেরার। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে”।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন