দলিত হওয়ার 'শাস্তি'! তিন কিশোরকে জোর করে সাফ করানো হল মলমূত্র

এই ঘটনায় তিন উচ্চবর্ণের যুবককে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় তিন উচ্চবর্ণের যুবককে গ্রেফতার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দলিত হওয়ার 'সাজা'! তিন কিশোরকে তাদের মলমূত্র পরিষ্কার করতে বাধ্য করা হল। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরামবালুর জেলার সিরুকুদাল গ্রামে। এই ঘটনায় তিন উচ্চবর্ণের যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

রিপোর্ট অনুযায়ী, ১০-১৫ বছরের তিন দলিত কিশোর খোলা মাঠে প্রাতঃকৃত্য করতে গিয়েছিল। তখনই উচ্চবর্ণের তিন যুবক এসে তাদের বলে, নিজেদের মলমূত্র পরিষ্কার করে বস্তায় ভরে নিয়ে যেতে। সেই বস্তাগুলি ওই তিন যুবকই তাদের দেয়। অভিযুক্তদের নাম অবিনেশ, সেলভা কুমার এবং সিলামবারাসন। তাদের তফসিলি জাতি-উপজাতি আইনে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন নৃশংস, কুকুরকে গাড়ির পিছনে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল

Advertisment

এই ঘটনার পর গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। নির্যাতিত কিশোরদের পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা ব্যাপক বিক্ষোভ দেখান। স্থানীয় বিদুতালাই সিরুতাইগল কাটচি সংগঠনের সদস্যরা নাবালকদের উপর অন্যায়ের বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পর বিশাল পুলিশবাহিনী এসে তাঁদের আশ্বস্ত করলে ওঠে পথ অবরোধ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Dalit tamil nadu