ধর্মঘটের হুমকিতেই ভাড়া বেড়েছিল বাস ও মিনিবাসের। একইসঙ্গে ভাড়া বৃদ্ধি ঘটেছে ট্যাক্সিরও। সোমবার থেকে বাড়তি ভাড়া কার্যকরও হয়েছে। কিন্তু লাক্সারি ট্যাক্সির ভাড়া বাড়েনি। সরকারের কাছে নিজেদের দাবিদাওয়ার কথা পৌঁছে দিতে ১৮ জুন থেকে ৭২ ঘণ্টা লাক্সারি ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটে শামিল হবে প্রায় ৪২,০০০ ট্যাক্সি।
জয়েন্ট কাউন্সিল অব লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘‘লাক্সারি ট্যাক্সির ভাড়া বেড়েছিল ১০ বছর আগে। তারপর অন্য যানবাহনের ভাড়া বাড়লেও লাক্সারি ট্যাক্সির ভাড়া বাড়েনি। ২০০৮ সালে লাক্সারি ট্যাক্সির ভাড়া বেড়ে হয়েছিল প্রতিদিন ৪৬৫ টাকা। এই অবস্থায় গাড়ি নামানো সম্ভব হচ্ছে না।’’
সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, ১৮ জুন থেকে তিন দিন সরকারি বা বেসরকারি কোনও কাজেই লাক্সারি ট্যাক্সি রাস্তায় নামবে না। তবে সংবাদমাধ্যম, চিকিৎসাক্ষেত্র, দুগ্ধ পরিবহণ ও বিদ্যুৎ দফতরের গাড়িকে ধর্মঘটের আওতায় আনা হচ্ছে না। অন্যান্য ট্যাক্সি অ্যাসোসিয়েশনগুলিও তাঁদের পাশে রয়েছে বলে ধর্মঘটীদের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে লাক্সারি ট্যাক্সির টানা তিন দিনের ধর্মঘটকে নৈতিক সমর্থন করেছেন বেঙ্গল ট্য়াক্সি অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল গুহ। বিমলবাবু জানান, ‘‘লাক্সারি ট্যাক্সি সংগঠন ভাড়া বৃদ্ধির দাবিতে মিটিং, মিছিল ডাকলে সঙ্গে থাকব। তবে রাজ্য সরকার যেহেতু সাধারণ ট্যাক্সির ভাড়া বাড়িয়েছে, সাধারন মানুষকে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর।’’