Advertisment

বিহারের জঙ্গলে এনকাউন্টার, খতম শীর্ষ মাও নেতা সহ তিন

শনিবার গভীর রাত থেকে জঙ্গলে সেনা-পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে। তাতেই নিকেশ হয়েছে তিন মাওবাদী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিহারের গয়ার বারাচট্টি জঙ্গলে অভিযান চালিয়ে মাওবাদী জোনাল কমান্ডার সহ মোট তিন জনকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার গভীর রাত থেকে জঙ্গলে সেনা-পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে। তাতেই নিকেশ হয়েছে তিন মাওবাদী।

Advertisment

জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে ঢুকে প্রায়ই হামলা চালাচ্ছে মাওবাদীরা। বিগত বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ ছিল। শনিবার রাতেও গ্রামে ঢুকতে পারে মাওবাদীদের দল। আগাম এই খবর পেয়েই শনিবার পাটনা থেকে ১০০ কিমি দূরের বারাচট্টি জঙ্গলে তল্লাশি শুরু করে সেনা-পুলিশ বাহিনী। এরপরই শুরু হয় উভয় পক্ষের গুলির লড়াই।

এমকাউন্টারে নিহত মাওবাদী জোনাল কমান্ডার অলোক যাদব ও আরও দু'জন। মৃতদের থেকে অত্যাধুনিক এ কে ও ইনসাস সিরিজের রাইফেল উদ্ধার হয়েছে। ২০৫ নম্বর কোবররা ব্যাটেলিয়ানের জওয়ানদের নেতৃত্বে এই অভিযান চলে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডের বেশিরভাগ মাওবাদী হামলার নেতৃত্বে থাকতেন অলোক যাদব। নতুনদের প্রশিক্ষণ থেকে হামলার ব্লুপ্রিন্ট তৈরিতে সিদ্ধহস্ত ছিল অলোক। তাকে ধরতে গত কয়েক মাস ধরেই মরিয়া ছিল পুলিশ। অবশেষে শনিবার রাতের বারাচট্টি জঙ্গলে অভিযানে এল সাফল্য।

নাশকতা এড়াতে বিহার ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Maoist bihar Encounter
Advertisment