রাজৌরিতে সেনার হাতে তিন জঙ্গি নিকেশ

জঙ্গিরা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করতেই সেনাদের নজরে পড়ে যায়। রাজৌরি জুড়ে তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে।

জঙ্গিরা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করতেই সেনাদের নজরে পড়ে যায়। রাজৌরি জুড়ে তল্লাশি অভিযান বাড়ানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
পুরীর রথযাত্রা হোক নিয়ন্ত্রিতভাবে-মনমোহনের সময় ৬০০ বহিরাক্রমণ-নিহত সেনাদের দেহে ধারাল অস্ত্রের ক্ষত-রাশিয়ায় রাজনাথ

জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের তিন নিকেশ তিন জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার চেষ্টা করতেই সেনার নজরে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ওই তিন জঙ্গিকে খতম করা হয়। রাজৌরি জুড়ে তল্লাশির মাত্রা বাড়ানো হয়েছে।

Advertisment

গোপন সূত্রে সেনার কাছে খবর আসে অনুপ্রবেশ ঘটতে পারে। সেই সূত্র ধরেই তল্লাশি চালায় সেনা। সাম্বা সেক্টরের নদী সংলগ্ন অঞ্চলগুলিতে নজরদারি চলছে। বিশেষত বাসান্তার, ইক নালা এলাকায় জোর দিচ্ছে সেনা, কারণ এই এলাকাগুলি হীরানগরের সঙ্গে যুক্ত।

গত ২৮শে মে থেকে রাজৌরি জুড়ে টহলদারি চালাচ্ছে সেনা। টহলদারি চালানোর সময়েই সীমান্তে অনুপ্রবেশের ঘটনা নজরে আসে।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন