জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের তিন নিকেশ তিন জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এ দেশে ঢোকার চেষ্টা করতেই সেনার নজরে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই ওই তিন জঙ্গিকে খতম করা হয়। রাজৌরি জুড়ে তল্লাশির মাত্রা বাড়ানো হয়েছে।
গোপন সূত্রে সেনার কাছে খবর আসে অনুপ্রবেশ ঘটতে পারে। সেই সূত্র ধরেই তল্লাশি চালায় সেনা। সাম্বা সেক্টরের নদী সংলগ্ন অঞ্চলগুলিতে নজরদারি চলছে। বিশেষত বাসান্তার, ইক নালা এলাকায় জোর দিচ্ছে সেনা, কারণ এই এলাকাগুলি হীরানগরের সঙ্গে যুক্ত।
গত ২৮শে মে থেকে রাজৌরি জুড়ে টহলদারি চালাচ্ছে সেনা। টহলদারি চালানোর সময়েই সীমান্তে অনুপ্রবেশের ঘটনা নজরে আসে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন