scorecardresearch

অশান্ত উপত্যকা! কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত ৩ পাক জঙ্গি

এই ঘটনায় এক পুলিশ কর্মীও নিহত হয়েছেন।

Six militants killed in two overnight encounters in south Kashmir
উপত্যকায় বাড়ছে সন্ত্রাসবাদী হামলা। তাই এবার উপত্যকার ব্যবসায়ীদের দোকানের বাইরে সিসিটিভি ইন্সটলেশনের আদেশ জারি করেছে জম্মু ও কাশ্মীর সরকার।

ফের অশান্ত উপত্যকা। বুধবার সকালে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিন পাক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। এদিন সকালে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলাকালীন পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনায় এক পুলিশ কর্মী নিহত হয়েছেন। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তিন পাক সন্ত্রাসবাদীর।

পুলিশ সূত্রে খবর রুটিন তল্লাশি চলাকালীন হটাত করেই বারামুল্লা জেলায় জঙ্গিদের লুকিয়ে থাবার খবর জানতে পারেন বাহিনীর সদস্যরা। চারিদিক থেকে এলাকা ঘিরে নিয়ে জঙ্গিদের চ্যালেঞ্জ ছোঁড়ে আধাসেনা। এরপরই জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। গুলিতে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মী। এরপরই পাল্টা গুলি চালালে নিহত হয় তিন জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি পিস্তল বেশ কয়েক রাউন্ড গুলি এবং প্রয়োজনীয় কিছু নথি।

আরও পড়ুন: স্পাইসজেটে ‘ম্যালওয়্যার হানা’, উড়ান পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি যাত্রীদের

কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার এক টুইট বার্তায় লিখেছেন, “আজ সকালে বারামুল্লা জেলায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চলানোর সময় জঙ্গিদের গুলিতে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে”। গত কয়েকদিন ধরেই একের পর এক জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত কাশ্মীর। সেনা সূত্রে খবর, নিরাপত্তা রাডার এড়িয়ে ঘন বনাঞ্চলে আশ্রয় নিচ্ছে সন্ত্রাসবাদীরা। বারামুল্লায় একটি মদের দোকানে হামলার ঘটনার ৬ দিন পরে এদিনের এই গুলির লড়াই বলে দাবি পুলিশের।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Three pakistani militants killed in gunfight in baramulla