আবারও জঙ্গি হামলার ঘটনায় রক্ত ঝরল উপত্যকায়। ফের পুলিশ বাহিনীকে টার্গেট করল জঙ্গিরা। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের গুলিতে নিহত হলেন তিন পুলিশকর্মী। এ হামলার পিছনে কোন জঙ্গিদলের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, মুজগুন্ড এলাকায় গুলির লড়াইয়ে হামলায় নিহত হয় লস্কর-এ-তইবার তিন জঙ্গি। যাদের মধ্যে দু’জন নাবালক ছিল। এ ঘটনার পরই এদিনের জঙ্গি হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল ভূ-স্বর্গে।
এদিনের হামলা প্রসঙ্গে জানা গিয়েছে যে, জানিপোরা এলাকায় রক্ষীদের একটি ঘরে ঢুকে পড়ে জঙ্গিরা। ওই ঘরে ৪ জন পুলিশকর্মী ছিলেন। জঙ্গি হামলায় নিহতদের চিহ্নিত করা গিয়েছে। নিহতরা হলেন আব্দুল মাজিদ, মানজুর আহমেদ ও মহম্মদ আমিন। অন্যদিকে, হামলায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেক পুলিশ কর্মী। তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, ‘‘রাজনৈতিক ভাবেই কাশ্মীর সমস্যা মেটাতে হবে’’
উল্লেখ্য, রাজনৈতিক ভাবেই কাশ্মীরের সমস্যা মেটাতে হবে বলে পরামর্শ দিয়েছেন লেফট্যানেন্ট জেনারেল এ কে ভাট। সীমান্তে অনুপ্রবেশকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন তিনি। ভাট বলেছেন যে, ৫০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, যারা নিয়ন্ত্রণ রেখা পেরোনোর চেষ্টা করেছিল। তিনি বলেন, ‘‘প্রায় ১০০ জন অনুপ্রবেশ করেছে। সারাক্ষণ কোথাও কোথাও অনুপ্রবেশের চেষ্টা চলছে। নতুন নতুন কৌশলে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।’’ জঙ্গিদলগুলির মধ্যে জইশ-এ-মহম্মদই প্রধান মাথাব্যথা বলে মন্তব্য করেছেন ভাট। এর কারণ হিসেবে তিনি বলেছেন যে, স্থানীয়দের দলে টানছে ওই জঙ্গিগোষ্ঠী।
Read the full story in English