Advertisment

কাশ্মীরে ফের সংঘর্ষ, জঙ্গিদের গুলিতে নিহত পাঁচ

জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালনা শুরু করতেই তল্লাশি অভিযান সংঘর্ষে পরিণত হয়। এই মুহূর্তে দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
jammu kahsmir, encounter, গুলির লড়াই, জম্মু কাশ্মীর, এনকাউন্টার, কুপওয়ারা

কুপওয়ারার বাবাগুন্ড এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিরাপত্তা রক্ষী-জঙ্গি সংঘর্ষে জম্মু-কাশ্মীরের হন্ডওয়ারায় এক সাধারণ নাগরিক-সহ পাঁচজনের মৃত্যু হল। নিহতদের মধ্যে রয়েছেন দুজন সিআরপিএফ জওয়ান ও দুজন পুলিশ কর্মী। সূত্রের খবর, জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে খবর পেয়ে হন্ডওয়ারার বাবাগুন্ড এলাকা ঘিরে রেখে যৌথ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

Advertisment

নিহত দুই পুলিশকর্মী হলেন গুলাম মুস্তফা বারা এবং নাসির আহমেদ খোলি। দুজন সিআরপিএফ জওয়ান হলেন পিন্টু এবং বিনোদ। যে নাগরিকের মৃত্যু হয়েছে, তাঁর নাম ওয়াসিম আহমেদ মীর, যিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।

হন্ডওয়ারাতে অভিযান এখনও চলছে, অতএব বিস্তারিত তথ্য পাওয়া যায় নি। নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা বার্তা জারি করা হয়েছে যাতে তাঁরা বিপদসীমা পেরিয়ে ঘটনাস্থলের কাছাকাছি না আসেন। তাঁদের অনুরোধ জানানো হয়েছে যে পুলিশ যতক্ষণ পর্যন্ত না গোটা এলাকা বিস্ফোরক-মুক্ত করছে, তাঁরা যেন আশেপাশে না থাকেন।

দিনের শুরুতে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতেই তল্লাশি অভিযান সংঘর্ষে পরিণত হয়। গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক উচ্চপদস্থ সিআরপিএফ আধিকারিক, কিন্তু তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে হন্ডওয়ারার বাবাগুন্ড এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী।তল্লাশি চলাকালীন গুলি চালায় জঙ্গিরা, প্রত্যাঘাত করে নিরাপত্তা বাহিনী।

দিনের মধ্যে একাধিকবার বিরতি সত্ত্বেও, তাদের গোপন আস্তানার দিকে নিরাপত্তা বাহিনীর সেনারা এগোনোর চেষ্টা করতেই ফের গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা, জানিয়েছে পিটিআই।

Read the full story in English

jammu and kashmir Surgical Strike
Advertisment