Advertisment

Joe Biden: ভয়ঙ্কর ড্রোন হামলা, মৃত্যু তিন মার্কিন সেনার, গর্জে উঠলেন বাইডেন, দিলেন চরম হুঁশিয়ারি  

হামাস-ইজরায়েল যুদ্ধ শুরুর পর প্রথম মার্কিন সেনার মৃত্যু, ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বাইডেনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Jordan drone attack, US servicemen killed, Iran US relations, aerial drone attack on US, US force officials killed, President Joe Biden, attack near Syrian border, United States, Iran, Jordan, US news, world news, indian express news

বাইডেন

সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'আজ আমেরিকার জন্য একটি গভীর দুঃখের দিন'। 'আমাদের দেশ সৈন্যদের চূড়ান্ত আত্মত্যাগের কথা কখনও ভুলবে না।' তিনি আরও বলেন, 'এতে কোনো সন্দেহ নেই আমেরিকা এই হামলার উপযুক্ত জবাব দেবে।'

Advertisment

এর আগে আমেরিকা জানিয়েছিল, এই হামলা হয়েছে জর্ডানে। তবে জর্ডান সরকার এই খবর প্রত্যাখ্যান করে বলেছে যে ড্রোন হামলার স্থানটি তাদের সীমান্ত এলাকার মধ্যে পড়ে না। জর্ডান সরকারের মুখপাত্র মুহান্নাদ মুবেদিন বলেছেন, 'মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলাটি জর্ডানে সংঘটিত হয়নি… এটি সিরিয়ার আল-তানফ ঘাঁটিকে লক্ষ্য করে হয়েছে, যেখানে মার্কিন বাহিনী আন্তর্জাতিক জিহাদি বিরোধী জোটের অংশ হিসেবে মোতায়েন রয়েছে।'

অক্টোবরে হামাস-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়া সীমান্তের কাছে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় এই প্রথম মৃত্যু। তবে, জর্ডান বা সিরিয়ায় হামলাটি আসলে কোথায় হয়েছিল তা নিয়ে দ্বিমত রয়েছে। অন্যদিকে, বিডেন বলেছেন হামলার বিষয়ে বিশদে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সর্বশেষ হামলার পর অনেক রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট বিডেনকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক্স-এ লিখেছেন, 'এখনই ইরানকে আক্রমণ করুন। তাদের উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে'।

হামলার জন্য ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীকেই দায়ী করেছেন বিডেন। বিডেন এক বিবৃতিতে বলেছেন, "যদিও আমরা এখনও এই হামলার তথ্য সংগ্রহ করছি, আমরা জানি এটি সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলি দ্বারা পরিচালিত হয়েছিল।" বাইডেন বলেন, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত তার বিবৃতিতে বাইডেন বলেছেন, "আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের প্রতিশ্রুতি বজায় রাখব"।

Joe Biden
Advertisment