/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/cover.jpeg)
ঝড়ে গাছ ভাঙল শহরে (এক্সপ্রেস ফোটো- সৌরদীপ সামন্ত)
আজকের কালবৈশাখীর জেরে গরমের অস্বস্তি থেকে বাঁচলেও অন্তত পঁচিশটি গাছ ভেঙে পড়েছে শহর কলকাতার কয়েকটি এলাকা সহ গোটা রাজ্যে। গাছ ভেঙে পড়ায় যান চলাচলের তীব্র সমস্যা দেখা দিয়েছে শহরের বহু জায়গায়। পুলিশের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গণেশ টকিজের নিকটবর্তী লোহিয়া হসপিটালের কাছে গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় ভেতরে আটকে পড়েন গাড়ির চালক। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশের ডিসাস্টার ম্যানেজমেন্ট টিম। এ ছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সামনে পার্শ্ববর্তী একটি নির্মীয়মান বাড়ি থেকে দুটি টিনের চাল উড়ে এসে পড়ে, যদিও এই ঘটনায় কেউ আহত হন নি। অন্যদিকে, হাওড়ার নিধিরাম মাঝি লেনে একটি বাড়ি ভেঙে তিনজনের জখম হওয়ার খবর পাওয়া গেছে।
(এক্সপ্রেস ফোটো - সৌরদীপ সামন্ত)
গাছ ভেঙে শহরে যানজট (এক্সপ্রেস ফোটো - অরুণিমা কর্মকার)আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দুবার ঝোড়ো হাওয়া বয়ে গেছে শহরের উপর দিয়ে। বেলা সাড়ে তিনটের সময়ে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে ঝড়ের পর, আন্দাজ চারটের সময়ে যে ঝড় হয় তার গতিবেগ ছিল ঘণ্টায় ৯২ কিলোমিটার। দুবারই ঝড়ের স্থায়িত্ব ছিল মিনিটখানেক, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, যার পরিমান ছিল ১৯.৮ মিলিমিটার। ঝড়বৃষ্টির ফলে শহরের তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি থেকে কমে দাঁড়ায় ২৫.৫ ডিগ্রিতে।
Storm in Kolkata. #KalBhoishakpic.twitter.com/3XJR9JMi6e
— Nandagopal Rajan (@nandu79) May 18, 2018
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us