Advertisment

Tibet Earthquake Update: ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহত শতাধিক, প্রবল শীতে গৃহহীন হাজার হাজার মানুষ

Tibet Earthquake Death Toll rises to 126: চিন অধিকৃত এই ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম অংশে মঙ্গলবার সকালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজারের বেশি বাড়িঘর। 

author-image
IE Bangla Web Desk
New Update
Tibet Earthquake 2025: ভূমিকম্পের জেরে তিব্বতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

Tibet Earthquake 2025: ভূমিকম্পের জেরে তিব্বতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

Tibet Earthquake Death Toll rises to 126: তিব্বতে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত বেড়ে হয়েছে ১২৬। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আহত অবস্থায় ১৮৮ জনকে উদ্ধার করা হয়েছে। চিন অধিকৃত এই ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম অংশে মঙ্গলবার সকালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজারের বেশি বাড়িঘর। 

Advertisment

চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, চায়না আর্থকোয়েক সেন্টারের তত্ত্ব অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। অন্যদিকে, আমেরিকার ভূতাত্ত্বিক গবেষণা সংস্থার দাবি, অন্তত ৭.১ মাত্রার ভূমিকম্পর কবলে পড়ে দক্ষিণ-পশ্চিম তিব্বত। যার প্রভাব পড়ে নেপাল, ভুটাল এবং ভারতেও।

চিনা সংবাদমাধ্যম জিনহুয়াকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নেপাল সীমান্তের কাছে তিব্বতে মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হয়েছেন। বিহার, অসম ও পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

Advertisment

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শিগাৎসে শহরের টিংরি কাউন্টিতে। টিংরি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং নেপালের সীমান্তে অবস্থিত। মাউন্ট এভারেস্ট ভ্রমণকারীদের জন্য এটি একটি পর্যটন কেন্দ্র।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছিল সকাল ৬.৩৫ মিনিটে। এনসিএস তথ্য প্রকাশ করে যে প্রথমটির পরেই এই অঞ্চলে আরও দুটি ভূমিকম্প আঘাত হানে৷

৪.৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি সকাল ৭.০২ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এবং ৩০ কিলোমিটার গভীরে ৭.০৭ মিনিটে ৪.৯ মাত্রার তৃতীয় ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

nepal-earthquake Earthquake in India earthquake
Advertisment