আর্থিক তছরূপ মামলায় তিহার জেলে বন্দি দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। দিন কয়েক আগেই তিহাড় গেলে খুন হন গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া। তারপর থেকেই তিহাড় জেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মাঝেই দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের সেলে দুই বন্দিকে স্থানান্তরের ঘটনায় জেল সুপারের বিরুদ্ধেই এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় তাকে বদলি করা হয়েছে|
কেজরিওয়াল সরকারের প্রাক্তন মন্ত্রীর একাকীত্ব দুর করতে জেলে তার অনুরোধে তিন সাজাপ্রাপ্ত আসামিকে তারই সেলে বদলি করে সংবাদ শিরোনামে আসেন তিহাড় জেলের এক আধিকারিক। এই খবর প্রকাশ্যে আসতেই ওই আধিকারিককে নোটিস দেওয়া হয় পরে তাকে বদলি করা হয়।
কিন্তু এতেই শেষ নয় জানা গিয়েছে ওই আধিকারিকের বিরুদ্ধে আফগারি কেলেঙ্কারির অভিযোগে ইডি টানা কয়েক ঘন্টা ওই আধিকারিককে জেরাও করেন। যে সময় দিল্লির আফগরি দুর্নীতির অভিযোগে সামনে আসে সেই সময় তিনি ছিলেন আফগারি বিভাগের সহকারী কমিশনার। জানা গিয়েছে ওই আধিকারিকের নাম রাজেশ চৌধুরী।
দুর্নীতির সঙ্গে জড়িত সূত্র বলছে, "আমাদের রেকর্ড অনুসারে, গত বছরের ৫ নভেম্বর দিল্লিতে ওই আধিকারিকের বাসভবনে ইডি অভিযান চালায়। এই একই সময়ে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার ব্যক্তিগত সহকারী (পিএ) এবং অন্যান্য আধিকারিকদের বাড়িতেও সেই সময় অভিযান চালানো হয়। এই মামলার বিষয়ে ওই অফিসারকে ইডি জিজ্ঞাসাবাদও করে"।
এদিকে ডিজি কারা সঞ্জয় বেনিওয়াল বন্দী স্থানান্তর নিয়ে বলেন, " বন্দীদের স্থানান্তর করার সময় ওই আধিকারিক "সঠিক পদ্ধতি" অনুসরণ করেননি, যাদের পরে তাদের নিজেদের সেলে ফেরত পাঠানো হয়েছে"।