Advertisment

দিল্লিতে অ্যাপল স্টোরের উদ্বোধনের আগে উৎসাহী মানুষের ভিড়, Tim Cook-এর হাত ধরেই শুভ সূচনা

অ্যাপল স্টোরটি সকাল ১০টা থেকে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Apple store delhi, Apple store saket, Apple store saket opening, Tim cook at Apple store",

দিল্লিতে অ্যাপল স্টোরের উদ্বোধনের আগে উৎসাহী মানুষের ভিড়, Tim Cook-এর হাত ধরেই শুভ উদ্বোধন

দিল্লিতে অ্যাপল স্টোরের উদ্বোধন! সকাল ১০ টায় দিল্লিতে অ্যাপল স্টোরের উদ্বোধন করেন সিইও টিম কুক। তার আগেই মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই অ্যাপল স্টোরের বাইরে উৎসাহী মানুষজন ভিড় জমাতে শুরু করেন। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১০ টা, অ্যাপল স্টোরের উদ্বোধন করেন সিইও টিম কুক। অন্যান্য স্টোরের মতই দিল্লি অ্যাপল স্টোরে ক্রেতারা পাবেন লেটেস্ট আইফোন, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ওয়াচ, ম্যাক এবং অ্যাপল টিভির মতো নতুন পণ্য। মানুষের উৎসাহ দেখে তাদের সঙ্গে খোশ মেজাজে সেলফি তুলতেও দেখা যায় টিম কুককে।

Advertisment

অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অ্যাপেল স্টোর উদ্বোধন হয়েছে দিল্লির সিলেক্ট সিটি ওয়াক মলে। বৃহস্পতিবার ২০ এপ্রিল সকাল ১০টায় এই অ্যাপেল স্টোরের উদ্বোধন হওয়াতে মুম্বইয়ের পর এটি ভারতের দ্বিতীয় স্টোর খুলল সংস্থা।

উদ্বোধনের আগেই স্টোরের বাইরে মানুষের ব্যাপক ভিড় দেখা যায়। বিশেষ করে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে অ্যাপল পণ্য’র চাহিদা আকাশছোঁয়া। তিন দিনের মধ্যে দেশের ২টি বড় মেট্রো সিটিতে বিশ্বের বিখ্যাত টেক ব্র্যাণ্ড অ্যাপল তার স্টোর ওপেন করেছে। এর আগে মুম্বইয়ে অ্যাপল স্টোর উদ্বোধন করেন সিইও টিম কুক সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেন।

অ্যাপল স্টোরটিকে নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্রেজও দেখা যাচ্ছে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে লেটেস্ট আইফোন, আইপ্যাড, এয়ারপড, অ্যাপল ওয়াচ, ম্যাক এবং অ্যাপল টিভির মতো নতুন পণ্য এখানে পাওয়া যাবে। এখানে স্থাপিত QR-কোডের সাহায্যে সেগুলি স্ক্যান করার মাধ্যমে গ্রাহকরা স্টোরের প্রতিটি আপডেট এবং পণ্য সম্পর্কে সঠিক তথ্য পেতে সক্ষম হবেন।

এছাড়াও, দিল্লির অ্যাপল স্টোরে ডিভাইস মেরামতের সুবিধাও মিলবে। অ্যাপল স্টোরটি সকাল ১০টা থেকে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। এই স্টোরটিতে ৭০জনের  বেশি কর্মী থাকবেন যারা দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত গ্রাহকদের সহায়তা প্রদান করবেন। এটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যখন বিশ্বের বিখ্যাত বড় কোম্পানিগুলি দেশে বিনিয়োগ করতে তাদের আগ্রহ প্রকাশ করছে।

apple delhi Apple Event
Advertisment