"জম্মু কাশ্মীরের অচলাবস্থা সেখানকার মানুষের দৈনিক জীবনের জন্য ক্ষতিকারক হচ্ছে। এবার কাশ্মীরের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে ভারতের আর সব রাজ্যের মতো সুযোগ সুবিধা দেওয়া উচিত কাশ্মীরকে
আগামী ২২ অক্টোবর জম্মু-কাশ্মীরের অরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যানেলে শুনানি রয়েছে। তার আগেই কাশ্মীরের অচলাবস্থা নিয়ে মুখ খুললেন বিদেশ মন্ত্রক কমিটি।
Advertisment
সোমবার টুইট করে কমিটি জানিয়েছে, "জম্মু কাশ্মীরের অচলাবস্থা সেখানকার মানুষের দৈনিক জীবনের জন্য ক্ষতিকারক হচ্ছে। এবার কাশ্মীরের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে ভারতের আর সব রাজ্যের মতো সুযোগ সুবিধা দেওয়া উচিত কাশ্মীরকে"।
মার্কিন যুক্তরাষ্ট্রীয় কংগ্রেস সদস্য ব্র্যাড শেরম্যান জানিয়েছেন, আগামী ২২ অক্টোবর সকাল ১০ টায় দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংক্রান্ত একটি শুনানি হবে। গত জুলাই মাসেও মানবাধিকার সংক্রান্ত একটি শুনানি হয়েছিল।
পরবর্তী শুনানিতে হংকং-এর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টির পাশাপাশি কাশ্মীর অবস্থা নিয়েও আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাস ধরে উপত্যকায় প্রচুর রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া উপত্যকার মানুষের দৈনিক জীবনে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ হচ্ছে কী না, তাও খতিয়ে দেখবে কমিটি।