Advertisment

‘দোষীদের এনকাউন্টারের সময় এসেছে’, বিজেপি কর্মী খুনে বিষ্ফোরক কর্ণাটকের মন্ত্রী

মঙ্গলবার খুন হন বিজেপি যুব মোর্চার কর্মী প্রবীণ নেত্তারু।

author-image
IE Bangla Web Desk
New Update
praveen nettaru death, praveen nettaru case, praveen nettaru killed, karnataka news bjp, Karnataka news, Bangalore news, bjp worker killed, bjp worker killed in karnataka, Basavaraj Bommai, Yogi Adityanath, Bharatiya Janata Party (BJP), Bharatiya Janata Yuva Morcha, Indian Express, India news"

বিজেপি কর্মী খুনে বিষ্ফোরক কর্ণাটকের উচ্চশিক্ষা মন্ত্রী সি অশ্বথ নারায়ণ।

বিজেপি কর্মী খুনের মামলা অবশেষে এনআইএর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলে কর্ণাটক সরকার। এমনটাই জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ সোমাপ্পা বোম্মাই। গত আট দিনে সাম্প্রদায়িক স্পর্শকাতর জেলা দক্ষিণ কন্নড়ে তিন জন খুন হয়েছেন। তার মধ্যে বৃহস্পতিবার রাতে সুরতকলে খুন হন বছর ২৩-এর মহম্মদ ফাজিল। একের পর এক খুনের ঘটনা নিয়ে বিষ্ফোরক রাজ্যের মন্ত্রী সি অশ্বথ নারায়ণ। বিজেপি কর্মী খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এর মাঝেই আততায়ীদের এনকাউন্টারের পরামর্শ দিলেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী।

Advertisment

তিনি এক বিবৃতিতে বলেন, “আগামী দিনে আমাদের সরকার এমনভাবে ব্যবস্থা নেবে যাতে যারা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে যারা  জড়িত তারা এমন অপরাধ করতেও ভয় পাবে”। তিনি আরও বলেন, “ কিছু লোক যারা উস্কানি দিচ্ছেন তারা কর্ণাটক সরকারের ধৈর্যের পরীক্ষা করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই সাফ জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি এনকাউন্টারেও সরকার প্রস্তুত”।

মঙ্গলবার খুন হন বিজেপি যুব মোর্চার কর্মী প্রবীণ নেত্তারু। বৃহস্পতিবারই মেঙ্গালুরুর বাসভবনে নেত্তারুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বোম্মাই। এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে খুনের তদন্তে কড়া পদক্ষেপের দাবি জানান সংঘ ও বিজেপির কর্মীরা। জবাবে মুখ্যমন্ত্রী জানান, তদন্তভার এনআইআর হাতে তুলে দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের বোম্মাই জানান, তিনি ইতিমধ্যেই পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে নেত্তারুর খুনের ব্যাপারে বৈঠক করেছেন। তারপরই এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ব্যাপারে বোম্মাই বলেন, ‘তদন্ত চলছে।

আরও পড়ুন: <SSC দুর্নীতির তদন্তে ঝাঁঝ বাড়াচ্ছে ED, অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা>

তদন্তকারীরা মনে করছেন নেত্তারুর খুন একটা সংঘটিত অপরাধ। এর সঙ্গে আন্তঃরাজ্য অপরাধচক্রও জড়িত। তাই আমরা এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এই নিয়ে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় গত আট দিনে তিন জন খুন হলেন। তার মধ্যে শেষ ব্যক্তি হলেন মহম্মদ ফাজিল। বৃ

হস্পতিবার রাতে সুরতকল এলাকায় তিন-চার জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে খুন করেছে। গত আট দিনের মধ্যেই নেত্তারুরও আগে মহম্মদ মাসুদ নামে এক ব্যক্তিও খুন হয়েছেন দক্ষিণ কন্নড় জেলায়। আট জনের একটি দুষ্কৃতীদল তাঁকে খুন করেছে। পেশায় চিত্রশিল্পীর কাজ করতেন মাসুদ (১৮)।

মাসুদ খুনের সঙ্গে বিজেপি নেতার খুনের মধ্যে কোন যোগসূত্র আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছেন তাদের মধ্যে একজন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সক্রিয় সদস্য এমনটাই জানিয়েছেন পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দক্ষিণ কন্নড় জেলার সুরতকল মুলকি, পানম্বুর এবং বাজপে এলাকায় ৩০ জুলাই পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রেখেছে।  

karnataka BJP Leader
Advertisment