অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে বৃহস্পতিবার রাতে অসমের তিনসুকিয়া জেলার বিসনিমুখ গ্রামে নিহত হলেন পাঁচ বাংলাভাষী। সন্দেহের তির আলফা (আই)-র দিকে। তবে আলফার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে তারা কোনওভাবেই এই আক্রমণের সঙ্গে যুক্ত নয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন সাদিয়ার পুলিশ সুপার প্রশান্ত সাগর চাংমাই। তবে, কোনও জঙ্গিগোষ্ঠীই এখন পর্যন্ত এই হত্যার দায় স্বীকার করেনি।
In a latest press release the ULFA-I has denied any involvement in the killings. @IndianExpress pic.twitter.com/fsoP1wiro7
— Abhishek Saha (@saha_abhi1990) November 2, 2018
জানা যাচ্ছে, নিহতদের মধ্যে শ্যামল বিশ্বাস (৬০), অনন্ত বিশ্বাস (১৮) এবং অবিনাশ বিশ্বাস একই পরিবারের সদস্য। এছাড়া, আরও দুই মৃত হলেন- সুবল দাস (৬০) এবং ধনঞ্জয় নমশূদ্র (২৩)। এরা সকলেই দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন এবং এই গ্রামটি মূলত বাঙালি প্রধান। বিসনিমুখ গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজ বা দিনমজুরির সঙ্গে যুক্ত।
অসমের তিনসুকিয়া জেলায় বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ খুন পাঁচ বাংলাভাষী। মৃতদেহ নিয়ে পরিবার পরিজনের হাহাকার। pic.twitter.com/fE4lYVboUp
— IE Bangla (@ieBangla) November 2, 2018
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিসনিমুখ গ্রামে প্রবেশ করে বন্দুকবাজরা। এরপর এই পাঁচ জনকে ঘর থেকে ডেকে বের করা হয় এবং তাদের ব্রহ্মপুত্রের তীরে নিয়ে গিয়ে গুলি করা হয়। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, হত্যাকারীরা সবাই সেনাবাহিনীর মতো পশাক পড়ে ছিল।
আরও পড়ুন- আসাম এনআরসি: দাবি ও আপত্তি নথিভুক্তির সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট
অসম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিজি পল্লব ভট্টাচার্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, "এই ঘটনার পিছনে উলফা (আই) বা কোনও যৌথ জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে আমারা সন্দেহ করছি। সাত দিন আগে বাঙালি প্রধান এলাকায় হামলা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল। কিন্তু, সে সময় নির্দিষ্টভাবে কিছুই বলা হয়নি"।
বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল ঘটনার তীব্র নিন্দা করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থলে ছুটে এসেছেন রাজ্যমন্ত্রীসভার সদস্য কেশব এবং তপন গগৈ।
এদিকে, বৃহস্পতিবারের এই ঘটনাকে 'ভয়ঙ্কর' বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা এনআরসি-র ফলাফল কি না তা জানতে চেয়েছেন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার দুপুর ১ টায় সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে যাদবপুর 8 B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। এছাড়া রাজ্যের বিঙিন্ন এলাকায় মিছল করবে তৃণমূল।
Terrible news coming out of Assam. We strongly condemn the brutal attack in Tinsukia and the killing of Shyamlal Biswas, Ananta Biswas, Abhinash Biswas, Subodh Das. Is this the outcome of recent NRC development ? 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2018
In protest against the brutal killings in Assam @AITCofficial will organise protest rallies tomorrow ( Fri Nov 2) in different parts of north and south Bengal including Siliguri and Kolkata
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2018
এই ঘটনার পরই 'অল অসম বেঙ্গলি স্টুডেন্টস ফেডারেশন'-এর তিনসুকিয়া ব্রাঞ্চ শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডেকেছে।
উল্লেখ্য, অক্টোবরে অসমের শুক্লেশ্বর ঘাট এলাকায় মৃদু বিস্ফোরণ ঘটে এবং এর দায় গ্রহণ করে আলফা (আই) এর প্রধান পরেশ বড়ুয়া। সে সময় সে বলে, অসমে বসবাস করেও রাজ্যের স্বার্থ এবং এনআরসি বিরোধিতা করার জন্য সেখানকার হিন্দু বাঙালিদের সমঝে দিতেই এই বিস্ফোরণ করা হয়েছে। এছাড়া এরআগে হিন্দীভাষীরাও আলফার আক্রমণের মুখে পড়েছে।
Read the full story in English