পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল আউশগ্রামের তৃণমূল নেতা অরূপ মিদ্দার বিরুদ্ধে। প্রথমে পুলিশের সঙ্গে বচসায় জড়ান ওই তৃণমূল নেতা। এরপরই হুমকির সুরে তৃণমূল নেতা বলেন, 'তিনদিন পর আমার সরকার আসবে, তখন আপনাকে কাজ করতে হবে। তখন দেখব আপনাকে। এটা আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আপনি কত বড় অফিসার হয়েছেন আর আমি কত বড় নেতা দেখব।' এরপরই শীতলকুচির ঘটনার প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল নেতা অরূপ মিদ্দা। তিনি বলেন, 'শীতলকুচি করার ইচ্ছা আছে কি!খুব সাবধান কথাবার্তা বলবেন,ধমকাবেন না,চমকাবেন না।'
আউশগ্রামের ভাল্কি অঞ্চলের তৃণমূল সভাপতি অরূপ মিদ্দার অভিযোগ, ভোট মানে গ্রামে উৎসব। বরাবর এটাই হয়ে এসেছে। কিন্তু, পুলিশ অহেতুক গ্রামবাসীর উপর চাপ তৈরি করছে।
ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে আউশগ্রামের ১৫৩ নম্বর বুথ প্রতাপপুর ডাঙাপাড়া হাইস্কুলের সামনে জমায়েত হয়। পুলিশ ওই জমায়েত সরাতে গেলে তৃণমূল নেতা অরূপ মিদ্দা প্রতিবাদে মুখর হন। পুলিশের সঙ্গে বির্তক বাধে তাঁর। পূ
তবে তৃণমূল নেতা অরূপ মিদ্দার দাবি, তিনি হুমকি দেননি। তাঁর কথায়, 'হুমকি দিইনি। নিশ্চয়ই কথা কাটাকাটি হয়েছে। আমরা বলছি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা গোলমাল করলে অভিযোগ করুন। পুলিশ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না। কেন্দ্রীয় বাহিনী বরং ভালো ব্যবহার করছে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন