Advertisment

অভিনেতা-সাংসদ তাপস পালকে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

রোজ ভ্য়ালি থেকে আর্থিক সুবিধা নেওয়ার ক্ষেত্রে কী কী পন্থা তিনি নিয়েছিলেন, তা-ও জানতে চেয়েছেন তদন্তকারীরা। তদন্তে তাঁর রোজ ভ্যালির ফিল্ম অ্য়াডভাইজরি বোর্ডের ডিরেক্টর হওয়ার প্রসঙ্গও ওঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
CGO Complex Express Photo Shashi Ghosh

সিজিও কমপ্লেক্স। ফাইল ছবি

সম্প্রতি রোজ ভ্য়ালি কাণ্ডে “মিডলম্য়ান’’ সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। এবার রোজ ভ্য়ালি আর্থিক কেলেঙ্কারিতে অভিনেতা-সাংসদ তাপল পালকে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ওই বেআইনি অর্থলগ্নি সংস্থা থেকে কিভাবে সুবিধা নিয়েছেন এই তৃণমূল সাংসদ তা নিয়েই দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Advertisment

এর আগে রোজ ভ্য়ালির আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল তাপস পালকে। গ্রেপ্তার করার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে। শারীরিক অসুস্থতার জন্য় তাঁকে সেখানে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। দীর্ঘ ১৩ মাস পর ১ কোটি টাকার বন্ডে জামিন মিলেছিল “দাদার কীর্তি’’র নায়কের। রোজ ভ্য়ালি কাণ্ডে সিবিআইয়ের পর এবার  তাঁকে পর পর দুবার তলব করে ইডি। এক্ষেত্রেও প্রথমবার শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন তাপস। শেষমেষ সোমবার সল্টলেকের সিজিওতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের দপ্তরে হাজিরা দেন তাপস পাল। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ তিনি ইডির দপ্তরে হাজির হয়ে যান। সকাল ১১ টা থেকে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা।

আরও পড়ুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোধরা দাঙ্গায় ক্লিনচিট এখনও প্রশ্নের মুখে

রোজ ভ্য়ালি চিটফান্ড কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রোজ ভ্য়ালির ফিল্ম ডিভিশনের অ্য়াডভাইজরি বোর্ডের ডিরেক্টর পদে থেকে মোটা টাকা হাতিয়েছেন ওই সাংসদ-অভিনেতা। শুধু তাই নয়, নানা ভাবে ওই বেআইনি সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছেন এই টলিউড অভিনেতা। তৃণমূল সাংসদ হিসাবে তিনি রাজ্য়ের চিটফান্ড সংস্থাগুলোর আর্থিক বেনিয়মের বিরুদ্ধে সরব হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠিও দিয়েছিলেন তিনি। কিন্তু প্রশ্ন ওঠে ওই চিঠিতে অন্য় সংস্থাগুলোর নাম থাকলেও রোজ ভ্য়ালির নাম নেই কেন? নানা ভাবেই সিবিআইয়ের জালে পড়ে গিয়েছিলেন তাপস।

রোজ ভ্য়ালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগ ঘটানোর ক্ষেত্রে তাপসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, রোজ ভ্য়ালি থেকে আর্থিক সুবিধা নেওয়ার ক্ষেত্রে কী কী পন্থা তিনি নিয়েছিলেন, তা-ও জানতে চেয়েছেন তদন্তকারীরা। তদন্তে তাঁর রোজ ভ্যালির ফিল্ম অ্য়াডভাইজরি বোর্ডের ডিরেক্টর হওয়ার প্রসঙ্গও ওঠে। তাঁকে কিছু নথি দেখিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। তাপস পালের পুরো বয়ান রেকর্ড করা হয়েছে।

Bengal chit fund rose valley
Advertisment