কৃষ্ণনগরের নব নির্বাচিত সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় 'দাপুটে' ভাষণ দিয়ে শিরোনামে থেকেছেন বিগত দু'সপ্তাহ। সে ভাষণে তিনি বলেছিলেন দেশ ক্রমশ ফ্য়াসিবাদের দিকে এগিয়ে চলেছে। বিজেপির শাসনকালে দেশ যে ক্রমশ এক বিপজ্জনক পথে চলেছে, সে কথা বলতে গিয়ে মহুয়া সাতটি চিহ্নের উল্লেখ করেছিলেন। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে 'আগুন ঝরানো' সেই ভাষণ নাকি নকল করা হয়েছে।
ওয়াশিংটন মান্থলির তরফে ট্যুইট করে দাবি করা হয়, “ফ্যাসিবাদের ১২টি লক্ষণ” শীর্ষক প্রতিবেদন তারা প্রকাশ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, সেখান থেকেই বক্তব্যের অংশ তুলে ধরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাংসদ নিজে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে সংসদে: মহুয়া মৈত্র
তাঁর ভাষণের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংসদ বলছেন, "ভাষণে উল্লিখিত তথ্যের সূত্র গপন করলে তবেই তা প্লেজিয়ারিজমের আওতায় পড়ে। ফ্যাসিবাদের লক্ষণ সংক্রান্ত বক্তব্য যে রাষ্ট্রবিজ্ঞানী ডঃ লরেন্স ডব্লিউ ব্রিটের তৈরি হলোকাস্ট মিউজিয়ামের পোস্টার থেকে নেওয়া, তা আমি উল্লেখ করেছিলাম। সেখানে ফ্যাসিবাদের ১৪ টি লক্ষণ উল্লেখ করা হয়েছিল, আমি তার মধ্যে ৭ টি লক্ষণ আমাদের দেশের ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে করে উল্লেখ করি"।
মহুয়া বলেছেন, "আমার যা বক্তব্য ছিল, মন থেকে বলেছি। দেশের প্রতিটা মানুষ যারা তা শেয়ার করেছেন, মন থেকেই করেছেন। আমার বক্তব্য যে এত জনপ্রিয় হয়েছে, তা মৌলিক কারণেই হয়েছে। 'বাঁধনে মুঝে তু আয়া হ্যায়, জঞ্জির বড়ি কেয়া লায়া হ্যায়' (আমায় বাঁধতে এসেছে, কত বড় শেকল এনেছ?)"।
৪২ বছর বয়সী এই প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ২৫ জুনের লোকসভায় ভাষণের পর থেকেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছেন।
Read the full story in English