/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/modi-sougata-new.jpg)
প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের।
কেন্দ্রীয় সরকারের বিনা পয়সায় রেশন বণ্টন প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছেন বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ। কেন্দ্রের PMGKAY যোজনার আওতায় বিনা পয়সায় যে রেশন প্রকল্প দেশজুড়ে চলছে তা আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা।
দেশে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বরং সংক্রমণের তৃতীয় ধাক্কা নিয়ে আশঙ্কা রয়েই গিয়েছে। করোনাকালে দেশবাসীকে স্বস্তি দিতে PMGKAY যোজনার আওতায় বিনা পয়সায় যে রেশন বণ্টন ব্যবস্থা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে লকডাউন ঘোষণার পরেই গত বছর মার্চে কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করা হয়। খাদ্য সুরক্ষা মিশনের আওতায় অতিমারীর কালে এই প্রকল্প চালু থাকায় সুবিধা পেয়েছেন মানুষজন। সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন করোনাকালে আর্থিকভাবে বিপর্যস্তরা।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সেই প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রের মোদীর সরকার। যদিও বেশ কয়েকটি রাজ্য তাদের নিজেদের খরচেই এই প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। দিন কয়েক আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হোলি পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন।
আরও পড়ুন- বিপ্লব-রাজ্যে ফের কুণালের নামে মামলা, ‘ভালো, ত্রিপুরা ঘুরে দেখব’, টুইট তৃণমূল নেতার
কেন্দ্রীয় সরকারের নিখরচায় রেশন প্রকল্পের মেয়াদ এবার বাড়ানোর আবেদন তৃণমূল সাংসদ সৌগত রায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। মোদীকে চিঠিতে সৌগত রায় লিখেছেন, 'PMGKAY যোজনার অধীনে বিনামূল্যে রেশন প্রকল্প ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ার কথা। দেশজুড়ে করোনা পরিস্থিতি এখনও রয়েছে। বেশ কয়েকটি জায়গায় করোনা এখন বাড়ছে। বিনা পয়সায় রেশন প্রকল্প আরও ৬ মাস বাড়ানোর জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি। প্রকল্পের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হলে অতিমারীর জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষজন সুবিধা পাবেন।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন