গোষ্ঠী সংঘর্ষের জেরেই কি মৃত্যু? নাকি অন্য কারণ! উঠছে প্রশ্ন। গোটা একদিন নিখোঁজের থাকার পর পুকুরের পাশে মৃত দেহ মিলল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে ভাঙড়ে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম শিবু দেবনাথ, বয়স ৬৫। মৃতের ছেলে রাজু জানান, ''গত শনিবার রাতে বাড়ি না ফেরায় রবিবার সকালে বাবার খোঁজ শুরু করি। এরপর পুকুরের পাশে বাবার মৃতদেহ উদ্ধার হওয়ার পর আমরা পুলিশকে খবর দিই।'' পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। রাজুর দাবি বেশ কিছুদিন ধরেই শিবুকে দেবনাথকে হত্যার ষড়যন্ত্র করছিল স্থানীয় বিজেপি কর্মীরা। তারাই এই মৃত্যুর জন্য দায়ী।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতারা। এক বিজেপি কর্মীর কথায়, ''ওঁর মৃত্যুর সঙ্গে আমাদের দলের কোনও যোগাযোগই নেই, সম্ভবত নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন শিবু।''
আরও পড়ুন: মৃত্যু মিছিলের বিরাম নেই পঞ্চায়েতে বোর্ড গঠনেও, কিন্তু দায় কার!
পুলিশ সূত্রের খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ। সম্প্রতি উত্তর দিনাজপুরের ইটাহারে সুকুমার দাস নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে আমডাঙায় সন্ত্রাসের জেরে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এখানেই শেষ নয়, গত সপ্তাহে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয় এবং আহত হন অনেকেই। এ ছাড়া এ ঘটনার শিকার হয়ছিল একটি শিশুও।