নতুন আইন আনতে তথ্যসুরক্ষা বিল বাতিল করল কেন্দ্র। এক বিবৃতিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 'ব্যক্তিগত তথ্যসুরক্ষা বিল, ২০১৯ সংসদের যৌথ কমিটি বিশদভাবে আলোচনা করেছিল। ডিজিটাল ইকোসিস্টেমের ব্যাপক আইনি কাঠামো নিয়ে ৮১টি সংশোধনী প্রস্তাব পেশ হয়েছে। পাশাপাশি, ১২টি সংশোধনীর সুপারিশ করা হয়েছে।' সেই সব কথা মাথায় রেখেই প্রত্যাহার করা হল তথ্যসুরক্ষা বিল।
বৈষ্ণব আরও বলেন, ' যৌথ সংসদীয় কমিটির প্রতিবেদন বিবেচনা করে একটি ব্যাপক আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতিতে তথ্য সুরক্ষা বিল, ২০১৯ প্রত্যাহার করে একটি নতুন বিল উপস্থাপন করার প্রস্তাব করা হয়েছে। যা ব্যাপক আইনি কাঠামোর সাথে খাপ খায়।'
আরও পড়ুন- PMLA নিয়ে সুপ্রিম কোর্টের রায় ‘বিপজ্জনক’, যৌথ বিবৃতি দিয়ে পুনর্বিবেচনা চাইল বিরোধীরা
তথ্যসুরক্ষা বিল বেশ কয়েকবছর ধরেই বিবেচনাধীন ছিল। বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর এই বিল নিয়ে তীব্র আপত্তি ছিল। পাশাপাশি, নাগরিক সমাজও এই বিল নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছিল। কারণ, বিলে নাগরিকদের তথ্যের ওপর ব্যাপকহারে নজরদারি করার ছাড়পত্র দেওয়া হয়েছিল সরকারকে। এর সঙ্গে এই বিলের বিরুদ্ধে আদালতেরও দ্বারস্থ হয়েছিল নাগরিক সমাজের একাংশ। এর প্রেক্ষিতেই বাতিল করা হল বিলটি।
Read full story in English