Advertisment

আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপর দিল্লি, ইউক্রেন সীমান্তে বিদেশমন্ত্রকের বিশেষ দল

পশ্চিম ইউক্রেনের স্থলসীমান্তগুলি থেকে যুদ্ধবিদ্ধস্ত দেশটিতে আটকে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিদেশমন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
To evacuate stranded Indian Nationals, MEA teams head to Ukraine land borders

কিয়েভে দূতাবাসের বাইরে দাঁড়িয়ে ভারতীয় শিক্ষার্থীরা।

এখনও ইউক্রেনে আটকে রয়েছেন বহু ভারতীয়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে এবার আরও তৎপর বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের একটি বিশেষ দল যাচ্ছে ইউক্রেনের স্থল সীমান্তগুলির দিকে। রাশিয়া হামলা শুরুর পরেই ইউক্রেন তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। স্বভাবতই সেদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দিল্লিকে।

Advertisment

সেই কারণেই এবার ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে থাকা যুদ্ধবিধ্বস্ত দেশটির স্থল সীমান্ত … হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাক প্রজাতন্ত্র এবং রোমানিয়াতে বিশেষ দল পাঠাচ্ছে বিদেশমন্ত্রক। এই চারটি দেশের সঙ্গে ইউক্রেনের পশ্চিম সীমান্ত রয়েছে। রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা চালিয়েছে। সেই কারমে পশ্চিম ইউক্রেন দিয়ে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের চেষ্টায় ভারত।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর আগে থেকেই সেদেশ থেকে ভারতীয়দের ফেরাতে উদ্যোগ নিয়েছে দিল্লি। এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান শ'য়ে-শ'য়ে ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়েছে। যদিও এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে বহু ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। এবার তাঁদের ফেরাতেও সমান তৎপর বিদেশমন্ত্রক। তবে এক্ষেত্রে অসুবিধার মূল কারণ হল ইউক্রেনের আকাশপথ বন্ধ হয়ে যাওয়া। বৃহস্পতিবার রাশিয়ার হামলার পরপরই আকাশপথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। সেই কারণেই আসামরিক বিমান ওঠানামা কার্যত বন্ধ ইউক্রেনে। তাই ইউক্রেনের পশ্চিম দিকের সীমান্তগুলি থেকে ভারতীয়দের ফেরানোর চেষ্টা চলছে।

স্থলসীমান্ত দিয়েই ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর চেষ্টায় বিদেশমন্ত্রক। ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাক প্রজাতন্ত্র এবং রোমানিয়ার সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনের পশ্চিম প্রান্তের সঙ্গে এই চার দেশের সীমান্ত রয়েছে। এই সীমান্তগুলি দিয়ে যাতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। বিদেশমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনে আনুমানিক ২০ হাজার ভারতীয়ের মধ্যে প্রায় ৪ হাজার নাগরিক গত কয়েক সপ্তাহে সেই দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন- Russia-Ukraine Crisis Live: ‘যুদ্ধ বন্ধ করুন’, পুতিনকে আর্জি মোদীর

জানা গিয়েছে, বিদেশমন্ত্রকের ওই দলগুলির একটিকে ইউক্রেনের জাকারপাট্টিয়া ওব্লাস্টের উজহোরোদের বিপরীতে হাঙ্গেরির জাহনি সীমান্তে পাঠানো হচ্ছে। অন্যদিকে অন্য একটি দল যাচ্ছে পোল্যান্ডের ক্রাকোভিক সীমান্তে। স্লোভাক প্রজাতন্ত্রের Vysne Nemecke সীমান্ত এবং রোমানিয়ার সুসেভা সীমান্তেও যাচ্ছে বিদেশমন্ত্রকের বিশেষ দল। এই সীমান্তগুলিতে ইউক্রেনের ভারতীয় নাগরিকদের এই দলগুলির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় দূতাবাস ইউক্রেনের সমস্ত ভারতীয় নাগরিকদের তাঁদের বাড়িঘর না ছাড়ার পরামর্শ দিয়েছিল। বিপদ সাইরেন শুনলেই কাছের কোনও আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শও দেওয়া হয়।

সূত্র মারফত জানা গিয়েছে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত। সেদেশে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে দিল্লি। বিদেশমন্ত্রকের কন্ট্রোল রুম খোলা হয়েছে। 24×7 ভিত্তিতে সেই কন্ট্রোলরুমে কাজ চলছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই কন্ট্রোলরুমে ৯৮০টি কল এসেছে। কন্ট্রোলরুম থেকে ৮৫০টি ইমেলের উত্তরও দেওয়া হয়েছে।

Read full story in English

MEA Indian Government Ukraine Ukraine Crisis Russia-Ukraine Conflict
Advertisment