Advertisment

বাড়বে ফাইটার জেটের শক্তি, শত্রুপক্ষের মোকাবিলা করতে আধুনিকীকরণের পথে ভারতীয় বায়ুসেনা

ভারতীয় বিমান বাহিনীর সাহসী পাইলটরা সর্বদা তাদের দৃঢ় মনোভাব এবং দৃঢ় সংকল্পের জন্য পরিচিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Air Force looks to buy six mid-air refuellers Tamil News, Indian Air Force, six mid-air refuellers, Indian Air Force (IAF), MiG-29K fighter aircraft, Russian IIyushin-78 tankers

বায়ুসেনার ফাইটার প্লেনের শক্তি বাড়বে, মিড-এয়ার রিফুয়েলার কিনবে ভারতীয় বায়ুসেনা। বিমান বাহিনীর আধুনিকীকরণ, সেই সঙ্গে ফাইটার জেটের শক্তি বাড়াতে, মিড-এয়ার রিফিউলার কেনার প্রস্তুতি নিয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। ভারতীয় বায়ুসেনা ৬টি মিড-এয়ার রিফুয়েলার কেনার কথা বিবেচনা করেছে।

Advertisment

প্রতিরক্ষা আধিকারিকরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন ছয়টি মিড-এয়ার রিফুয়েলারের জন্য ইচ্ছুক প্রতিরক্ষা সংস্থাগুলির দরপত্রের আয়োজন শীঘ্রই করা হবে।  মিড এয়ার রিফুয়েলার্সকে ট্যাঙ্কারও বলা হয়। ২০০৭ সালের পর এটি বিমানবাহিনীর একটি ট্যাঙ্কার কেনার তৃতীয় প্রচেষ্টা। মূল্য বিরোধের কারণে এর আগে দুটি দরপত্র বাতিল করা হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর সাহসী পাইলটরা সর্বদা তাদের দৃঢ় মনোভাব এবং দৃঢ় সংকল্পের জন্য পরিচিত। আকাশে স্টান্ট দেখানোর ব্যাপারই হোক বা বিমানের সাথে তাল মিলিয়ে চলা, ভারতীয় বায়ুসেনার সৈন্যরা এই জাতীয় প্রতিটি দক্ষতায় শীর্ষে রয়েছে। Sukhoi-30 MKI ভারতীয় বিমান বাহিনীর একটি মারাত্মক ফাইটার জেট। এটি Sukhoi-27 এর একটি উন্নত সংস্করণ। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতে এই যুদ্ধবিমান তৈরি করে। এই ফাইটার জেট সর্বোচ্চ ২১২০ কিলোমিটার বেগে উড়তে পারে। এক মিনিটে ১৫০ রাউন্ড ফায়ারিংয়ের ক্ষমতাও রয়েছে।

২০০৭ সালের পর, এটি একটি ট্যাঙ্কার কেনার জন্য বিমানবাহিনীর তৃতীয় প্রচেষ্টা। মূল্য বিরোধের কারণে এর আগে দুটি দরপত্র বাতিল করা হয়েছে। শূন্যে থাকা অবস্থায় বিমানের জ্বালানি ফুরিয়ে গেলে, মিড- এয়ার রিফুয়েলিং ফাইটার দ্বারা তাদের জ্বালানি দেওয়া হয়। বিমানবাহিনীর ৩য় প্রচেষ্টা হিসেবে ৬টি নতুন মিড-এয়ার রিফুয়েলিং প্লেন কিনতে যাচ্ছে।

গত বছর, রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ভারতে বোয়িং-767 বিমানকে ট্যাঙ্কারে রূপান্তর করতে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।যুদ্ধবিমানগুলি দীর্ঘক্ষণ শূন্যে ভেসে থাকতে মিড-এয়ার রিফুয়েলার বিশেষ ভাবে সাহায্য করবে।

IAF
Advertisment