পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদীকে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে ব্রিটেনের আদালত। আর এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে একটি বিশেষ কারাকক্ষের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে তা প্রস্তুত করার কাজও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন এক কারাগার আধিকারিক।
আর্থার রোডের কারাগারের আধিকারিক বলেন যে নীরব মোদী এবার মুম্বাই এলে তাঁকে ১২ নম্বর ব্যারাকের তিন নম্বর কক্ষের একটিতে রাখা হবে। এটি একটি উচ্চ সুরক্ষাযুক্ত কক্ষ। কারা আধিকারিক এও বলেন, "নীরব মোদীকে কারাগারে বন্দী করার প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছে। তাই যখনই তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে তখন যেন কারাগার একদম প্রস্তুত থাকে সেই ব্যবস্থাই করা হচ্ছে।"
বৃহস্পতিবারই ব্রিটিশ আদালত প্রত্যার্পণ মামলার অনুমতি দিয়েছে। নীরব এবং তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে ১৩,৬০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। গত ২০১৮ সালের জানুয়ারি মাসেই ভারত ছেড়ে পালিয়ে যান দুজনেই। তারপর ব্রিটেনে আত্মগোপন করেন নীরব মোদী। কিন্তু সেখানেও ধরা পড়ে যান।
ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত সাফ জানিয়ে দেয়, নীরব তথ্যপ্রমাণ লোপাট ও সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। বিচারক জানিয়েছেন, মুম্বইয়ের আর্থার রোড জেলের বারাক ১২ নীরবের জন্য আদর্শ জায়গা। তবে ভারতে প্রত্যর্পণ হলেও বিচারব্যবস্থা থেকে বঞ্চিত করা হবে না তাঁকে। নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তাঁকে দেওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন