Advertisment

 IGI Airport: ঘুরপথে মার্কিন মুলুকে পৌঁছাতে যুবকের বেনজির কাণ্ড, বৃদ্ধের বেশে আটক, চূড়ান্ত শোরগোল বিমানবন্দরে

পুলিশ জানিয়েছে, গুরু সেবকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
man caught at IGI airport, US donkey route, delhi airport Police, cheating case, blue turban man caught, Departure Immigration, Indira Gandhi International airport, Indian express news

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গুরু সেবক সিং ৬৭ বছর বয়সী এক ব্যক্তির ছদ্মবেশী করার চেষ্টা করছিলেন। (এক্সপ্রেস ফাইল ছবি)

IGI Airport: মাথায় নীল পাগড়ি, গাল ভর্তি সাদা দাড়ি! দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল (IGI) বিমানবন্দরে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানো এক 'বৃদ্ধ'কে দেখে সন্দেহ হয় সিআইএসএফ জওয়ানদের। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ৬৭ বছর বয়সী 'রাশবিন্দর সিং সাহোতা' হিসাবে পরিচয় দেন। তিনি আরও জানান, তিনি কানাডায় যাচ্ছেন। এদিকে ওই ব্যক্তির গলার স্বর, চেহারা দেখেও সন্দেহ আরও দৃঢ় হয় ডিউটিতে থাকা সিআইএসএফ কর্মকর্তারাদের। ত্বকে বয়সের ছাপমাত্র ছিল না ওই বৃদ্ধের।

Advertisment

জেরার জানা যায় ওই ব্যক্তি বৃদ্ধের ছদ্মবেশে কানাডা যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর বয়স মাত্র ২৪। নাম গুরু সেবক সিং। তিনি অন্য একজনের পাসপোর্টে ভ্রমণ করার চেষ্টা করছিলেন। মোবাইল খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা পাসপোর্টের সফট কপি পান। সেই অনুযায়ী পাসপোর্টে নাম লেখা হয়েছে গুরু সেবক সিং, বয়স ২৪ বছর। জেরায় ওই যাত্রী স্বীকার করেছে যে তার আসল নাম গুরু সেবক সিং এবং তার বয়স ২৪ বছর। তিনি ৬৭ বছর বয়সী রশবিন্দর সিং সাহোতার নামে ইস্যু করা পাসপোর্টে ভ্রমণ করছিলেন।

তার স্ত্রী, অর্চনা কৌর, একই রকম ছদ্মবেশে ধরে কানাডায় পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তিনি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকেও আটক করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং তার স্ত্রী লখনউয়ের বাসিন্দা এবং এক সপ্তাহ ধরে মহিপালপুরের একটি হোটেলে ছিলেন।

আরও পড়ুন : < UP Hathras Stampede Updates: ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট, মৃতের সংখ্যা বেড়ে ১২১, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, শাহি বিবৃতির দাবি >

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরু সেবকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তদন্তের সময় গুরু সেবক তদন্তকারী আধিকারিকদের জানান, দম্পতি ভাল চাকরি এবং আরও ভাল সুযোগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন। গুরু সেবক তার এক বন্ধুর মাধ্যমে একজন এজেন্ট জগজিৎ সিং ওরফে জগ্গির সঙ্গে যোগাযোগ করেছিলেন। জগজিৎ গুরু সেবক এবং তার স্ত্রীকে ৬০ লাখ টাকার বিনিময়ে অন্য ব্যক্তির পাসপোর্টে ঘুর পথে কানাডা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন "ডিসিপি (আইজিআই) উষা রঙ্গনানি।

গুরু সেবক পুলিশকে জানিয়েছেন, তিনি ইতিমধ্যে জগ্গিকে ৩০ লক্ষ টাকা দিয়েছেন। বাকি টাকা গন্তব্যে পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। এজেন্টের নির্দেশেই তিনি ও তাঁর স্ত্রী চেহারার বদল করেন বলেও ধৃত যুবক তদন্তকারীদের জানিয়েছেন। যুবকের বয়ানের ভিত্তিতে উত্তরাখণ্ডের রুদ্রপুরে থেকে এজেন্ট জগ্গিকেও গ্রেফতার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের সময়, জগ্গি পুলিশকে জানান তিনি "ট্রু টক ইমাজিনেশন"নামে একটি কোম্পানি চালাতেন। সংস্থাটি টিকিট বুকিং এবং লোকেদের বিদেশে পাঠানোর কাজ করে থাকেন। পুলিশ সূত্রে খবর, "কাজের সূত্রে তিনি তিনি কিছু ভুয়ো এজেন্টের সংস্পর্শে আসেন যারা তাদের বিদেশে পাঠানোর অজুহাতে লোকদের সঙ্গে প্রতারণা করত এবং তিনিও সেই দলে নাম লেখান"। যে সেলুনে মেকওভার করা হয় তার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

CISF Delhi Airport
Advertisment