আকাশছোঁয়া দামেও গ্রাহকদের বিরাট স্বস্তি, মাত্র ৮০ টাকায় পান প্রতি কেজি টমেটো। বেশ কিছুদিন ধরেই বেশিরভাগ রাজ্যেই টমেটোর দাম ঘুম কেড়েছে মধ্যবিত্তের। গতকালই কেন্দ্রের উদ্দোগে দিল্লির বেশ কিছু জায়গায় টমেটো বিক্রি হয়েছে ৯০ টাকা প্রতি কেজি। এবার আরও কমল টমেটোর দাম। হেঁশেলে ফিরেছে স্বস্তির হাসি।
মধ্যবিত্তকে সুরাহা দিতে কেন্দ্র NAFED এবং NCCF-এর মাধ্যমে দিল্লি, নয়ডা, লক্ষ্ণৌ, কানপুর, বারাণসী, পাটনা, মুজাফফরপুর এবং আরার মতো নির্বাচিত শহরগুলিতে প্রতি কেজি টমেটো ৮০টাকা মূল্যে বিক্রি শুরু করেছে। শনিবার দিল্লি-এনসিআরে প্রায় ১৮,০০০ কেজি বিক্রি হয়েছে মোবাইল ভ্যানের মাধ্যমে প্রতি কেজি ৯০টাকা দরে।
ANIকে দেওয়া এক বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, দেশের প্রায় ৫০০টি কেন্দ্র থেকে প্রতি কেজি টমেটো ৮০টাকা করে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NAFED এবং NCCF-এর মাধ্যমে দিল্লি, নয়ডা, লক্ষ্ণৌ, কানপুর, বারাণসী, পাটনা, মুজাফফরপুর এবং আরাহ-এর বিভিন্ন পয়েন্টে আজ বিক্রি শুরু হয়েছে। আগামীকাল থেকে আরও বেশি বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (NAFED) মোবাইল ভ্যানের মাধ্যমে কেন্দ্রের তরফে টমেটো বিক্রি করছে।
এক টুইট বার্তায়, কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক সম্পাদক রোহিত কুমার সিং বলেছেন, "দিল্লি এবং নয়ডার বিভিন্ন অংশের পাশাপাশি, আজ থেকে লখনউ, পাটনা এবং মুজাফফরপুরে ছাড়ের হারে টমেটো বিক্রি শুরু হয়েছে।" টমেটোর দাম সাধারণত জুলাই-আগস্ট এবং অক্টোবর-নভেম্বর মাসে বেশ খানিকটা বেড়ে যায়। এবার বর্ষার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দাম বেড়েছে টমেটোর।