কানাডার টরন্টোর এক রেস্তোরাঁয় বন্দুকবাজের হানায় ১ জন মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। টরন্টো পুলিশের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বন্দুকবাজও নিহত হয়েছে। সে আত্মহত্যা করেছে না কি পুলিশের গুলিতে মারা গেছে, তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ রয়েছে কিনা, তা নিশ্চিত করে জানাতে পারেনি টরন্টো পুলিশ।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। টরন্টো পুলিশের কর্তা মার্ক স্যান্ডার্স সাংবাদিকদের জানিয়েছেন, গুলিতে আহত এক অল্পবয়সী মেয়ের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে টরন্টো স্টার জানিয়েছে, কালো পোশাক পরিহিত এক ব্য়ক্তি ১৫ থেকে ২০টি গুলি চালায়।
ওই এলাকায় প্রবেশ ও প্রস্থান ঘিরে রেখেছে পুলিশ। আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি আছেন এমার্জেন্সি ক্রু রা। পুলিশ প্রত্যক্ষদর্শীদের তদন্তে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে।
The Toronto Danforth shooter caught on video, does not look ethnic, tall thin guy in 30s I’d say. No gore in this video but a frightening video. From @arielanise on IG. #Danforth #torontoshooting pic.twitter.com/w2OsqLbq99
— ⚔️SabreToof⚔️ (@sabretoof) July 23, 2018
টরন্টোর পুলিশকর্তা হামলায় হতাহতদের জন্য গভীর শোকপ্রকাশ করেছেন।
At Danforth Av Logan Av Toronto Police responded to a call at 10pm Sunday July 22/2018. 9 people shot. Shooter is dead. Further updates will follow on @TorontoPolice twitter #GO1341286 ^sm
— Toronto Police OPS (@TPSOperations) July 23, 2018