scorecardresearch

টরেন্টোয় ভয়াবহ গাড়ি হামলায় নিহত ১০, জখম আরও ১৫

টরেন্টোয় গাড়ির ধাক্কায় নিহত কমপক্ষে ১০ জন। গাড়ির ধাক্কায় জখম হয়েছেন আরও ১৫ জন। নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা, সে ব্যাপারে ধন্দ রয়েছে।

toronto
টরেন্টোয় ভিড়ের মধ্যে পিষে দিল গাড়ি, নিহত ১০, জখম ১৫। ছবি- ট্যুইটার

ফের গাড়ি নিয়ে হামলা। এবার লক্ষ্য ছিল কানাডার জনবহুল টরেন্টো শহর। এবারের হামলার লক্ষ্য ছিল শহরের নিষ্পাপ পথচারীরা। আচমকা এই ধাক্কায় নিহত কমপক্ষে ১০ জন এবং জখম হয়েছেন আরও ১৫ জন। টরেন্টো পুলিশের মুখপাত্র মেগান গ্রে একটি বিবৃতির মাধ্যমে জানান, ২৩ এপ্রিল, সোমবার বেলা বারোটা নাগাদ আচমকাই একটি সাদা গাড়ি শহরের একটি জনবহুল এলাকায় হামলা চালায়। আচমকা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না কেউই। পুলিশ কিছু বুঝে ফেলবার আগেই বহু পথচারীকে পিষে দেয় গাড়িটি।

ইতিমধ্যেই গাড়িটির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। টরেন্টো পুলিশের মুখপাত্র গ্যারি লং বলেছেন গাড়ির চালক দুরন্ত গতিতে প্রায় এক মাইল রাস্তা জুড়ে এই ভয়াবহ তাণ্ডব চালানোর পর পুলিশের হাতে ধরা পড়ে।

সোমবার রাতের এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা, সে ব্যাপারে ধন্দ রয়েছে। এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ টরেন্টো পুলিশের প্রধানের।

টরেন্টো পুলিশ জানিয়েছে আটক হওয়া সন্দেহভাজনের নাম অ্যালেক মিনাসিয়ান এবং তিনি টরেন্টোর রিচমন্ড হিল অঞ্চলের বাসিন্দা।

টরেন্টোর এই ভয়াবহ দুর্ঘটনায় ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন অনেকেই। এ প্রসঙ্গে কিছু ট্যুইটের নির্যাস রইল এখানে,

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Toronto van incident canada