Advertisment

এই প্রথম দেশের এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যুৎ বণ্টনের দায়িত্ব বেসরকারি হাতে

শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিদ্যুৎ বণ্টনের দায়িত্ব হাতে নিয়েছে ওই বেসরকারি সংস্থাটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Torrent Power to supply power in Dadra & Nagar Haveli and Daman & Diu

এই প্রথম দেশের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা বেসরকারি হাতে গেল।

এই প্রথম দেশের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা বেসরকারি হাতে গেল। টরেন্ট পাওয়ার দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এ বিদ্যুৎ বণ্টনের দায়িত্ব পেল। শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিদ্যুৎ বণ্টনের দায়িত্ব হাতে নিয়েছে ওই বেসরকারি সংস্থাটি।

Advertisment

গুজরাতের নিকটবর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ১.৫ লক্ষ গ্রাহকের ঘরে এবার বিদ্যুৎ পৌঁছে দেবে টরেন্ট পাওয়ার। এক্ষেত্রে নতুন একটি সংস্থা তৈরি হয়েছে, যার নাম দাদরা এবং নগর হাভেলি এবং দমন এবং দিউ পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড। এই সংস্থায় টরেন্ট পাওয়ার ৫১ শতাংশ শেয়ারের মালিক। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর প্রশাসন এই সংস্থার ৪৯ শতাংশ শেয়ারের মালিক হবে।

জানা গিয়েছে, ডিএনএইচডিডি পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বার্ষিক ৯ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ বিক্রি হবে এবং সংস্থার বার্ষিক আয় প্রায় সাড়ে ৫ হাজার কোটির কাছাকাছি হবে। এর আগে টরেন্ট পাওয়ার গুজরাতের আহমেদাবাদ, গান্ধীনগর এবং সুরাত, মহারাষ্ট্রের ভিওয়ান্ডি, শীল, মুম্বরা এবং কালওয়া এবং উত্তর প্রদেশের আগ্রায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব সফলভাবে পালন করেছে।

আরও পড়ুন- চলতি মাস জুড়ে তাপপ্রবাহের সাক্ষী থাকতে পারে দেশের একাধিক প্রান্ত

টরেন্ট পাওয়ারের ডিস্ট্রিবিউশন-এর নির্বাহী অধিকর্তা বরুণ মেহতা বলেন, ''দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর জনগণকে সেবার সুযোগ পেয়ে এবং তাঁদের কাছে নির্ভরযোগ্যতার উচ্চ মান নিয়ে আসার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আগামী সময়ে টরেন্ট পাওয়ার তার নির্ভরযোগ্যতা, দক্ষতা এবং মসৃণ গ্রাহক পরিষেবার মাধ্যমে উল্লেখযোগ্যভাবে আরও ভালো গ্রাহক অভিজ্ঞতা নিয়ে আসতে চেষ্টা করবে। আমাদের পরিষেবা দেওয়ার সীমানায় দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর যুক্ত হওয়া টরেন্ট পাওয়ার পাওয়ারের ডিস্ট্রিবিউশন সেক্টরে তার নেতৃত্বের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে তুলেছে।"

উল্লেখ্য, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-তে পরিষেবা দেওয়ার দায়িত্ব হাতে নেওয়ার পর টরেন্ট পাওয়ারের দেশের ১২টি শহরে মোট গ্রাহক সংখ্যা বেড়ে হল ৩.৮ মিলিয়ন। বার্ষিক ২৪ বিলিয়ন ইউনিট বিদ্যুতের বিক্রি হবে।

Read story in English

Union territory
Advertisment