Advertisment

RPF কনস্টেবলের মানসিক অসুস্থতা নিয়ে বিভ্রান্তি! বিবৃতি জারি করেও রেলের তরফে ‘ইউ-টার্ন’  

বিবৃতি জারির প্রায় দু ঘন্টা পরে, রেলওয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো ওয়েবসাইট থেকে বিবৃতিটি সরিয়ে দেয়

author-image
IE Bangla Web Desk
New Update
Railway Police Force, RPF, Train killing, Train killings, mental health of Chetan Singh, Indian Express, India news, current affairs

চলন্ত ট্রেনে গুলি করে এক এসআই সহ তিন যাত্রীকে হত্যার পর তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে। উঠেছে রেলযাত্রীদের সুরক্ষা নিয়ে বিরাট প্রশ্ন। এর মাঝেই আরপিএফ কনস্টেবলের অসুস্থতা নিয়ে বিভ্রান্তি! বারবার বয়ান বদল রেলের তরফে।  প্রথমে রেলের তরফে বলা হয়, অভিযুক্ত আরপিএফ কনস্টেবলের মানসিক অস্থিরতা উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। একই সঙ্গে বলা হয় পরিবার তার মানসিক অবস্থা সম্পর্কে কিছু জিনিস গোপন করেছিল। এই বক্তব্যের পরই ইউ-টার্ন নিয়েছে রেল।

Advertisment

জয়পুর থেকে মুম্বইগামী চলন্ত ট্রেনে চারজনকে হত্যার অভিযুক্ত RPF কনস্টেবল চেতন সিংয়ের অসুস্থতা নিয়ে বিভ্রান্ত রেল! অভিযুক্ত আরপিএফ কনস্টেবল চেতন সিং সম্পর্কে, রেলওয়ে এর আগে একটি বিবৃতি দিয়েছিল যে তার পরিবার তার মানসিক অবস্থা সম্পর্কে কিছু জিনিস গোপন করেছিল। তারপর নিজস্ব বিবৃতি দিয়ে রেলওয়ে ইউ-টার্ন নেয় এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইট থেকে বিবৃতিটি সরিয়ে দেয়।

আসলে, রেলওয়ে বুধবার একটি বিবৃতি দেয়, যাতে আরপিএফ কনস্টেবল চেতন সিংয়ের মানসিক স্বাস্থ্য নিয়ে ওঠে প্রশ্ন। রেলওয়ে জানিয়েছে যে অভিযুক্ত এবং তার পরিবার রেলের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু বিষয় গোপন করেছিল। কিন্তু পরে রেল তার বক্তব্য প্রত্যাহার করে নেয়।

বিবৃতি জারির প্রায় দুই ঘন্টা পরে, রেলওয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো ওয়েবসাইট থেকে বিবৃতিটি সরিয়ে দেয় এবং কর্মকর্তারা জানান যে রিলিজ প্রত্যাহার করা হয়েছে। এই সকল বিষয় খতিয়ে দেখতে ইমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কারণে প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

সোমবার ভোরবেলা, আরপিএফ কনস্টেবল চেতন সিং, জয়পুর-মুম্বই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে তার সিনিয়র এএসআই টিকারাম মীনা এবং তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন। যাত্রীরা হলেন বিহারের মধুবনীর আসগর আব্বাস আলি, মহারাষ্ট্রের পালঘরের নালাসোপাড়ার আবদুল কাদের মহম্মদ হুসেন ভানপুরওয়ালা এবং হায়দ্রাবাদের নামপালির সৈয়দ সাইফুল্লাহ।

পশ্চিম রেলের পুলিশ কমিশনার ঘটনার পর এক বিবৃতিতে বলেন, "মানসিকভাবে অসুস্থ ছিলেন RPF কনস্টেবল চেতন সিং। উত্তেজনার বসেই এমন কাজ করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।" রেলের তরফে মঙ্গলবার বলা হয়েছে যে জয়পুর-মুম্বই ট্রেন শ্যুটিংয়ের ঘটনায় অভিযুক্ত আরপিএফ কনস্টেবল, মানসিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন থাকা সত্ত্বেও পরিবার তা রেলের কাছে গোপন রেখেছিল এবং তার আগের দিন রুটিন মেডিকেল চেক-আপে এই ধরনের কোনও অসুস্থতা প্রকাশ পায়নি। বিবৃতিতে, রেল মন্ত্রক বলেছে যে বিষয়টি জিআরপি বিষয়টির তদন্ত করছে। এডিজি আরপিএফ-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

Rail Ministry
Advertisment