যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন রেলকর্মীরা। প্রায় ৫১ ঘণ্টা পর ওডিশার বাহানাগা স্টেশন থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকের পথে। রবিবার রাতে প্রথমে মালগাড়ি দিয়ে দুই দফায় ট্রায়াল রান করানো হয়। সোমবার এই রুটে আরও ট্রেন চালানোরা পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত শুক্রবার ওডিশার বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু মিছিল দেখেছে গোটা দেশ। দেশের ইতিহাসে অন্যতম বড় এই দুর্ঘটনায় আহতের সংখ্যা হাজার পার। দুর্ঘটনার জেরে রেল ট্র্যাকের ব্যাপক ক্ষতি হয়েছিল। দুর্ঘটনার পরপরই বালেশ্বেরের ওই এলাকায় পৌঁছে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উদ্ধারকাজের তদারকি চালিয়ে গিয়েছেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দুর্ঘটনাস্থলে।
রেল দুর্ঘটনার জেরে ওই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছিল। যার জেরে বহু মানুষ আটকে পড়েছিলেন। পুরী, ভুবনেশ্বর, কটক-সহ ওডিশার বিভিন্ন এলাকায় প্রচুর মানুষ আটকেছিলেন।
আরও পড়ুন- উদ্ধারের আড়ালে অবাধে লুঠ দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডলে, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী জিয়াদুল!
শুক্রবার সন্ধের পর থেকে বালেশ্বর রুটে অধিকাংশ ট্রেনই বাতিল করে দেওয়া হয়েছিল। শনিবারও দিনভর ট্রেন চলেনি ওই রুটে। রেল পরিষেবা স্বাভাবিক করতে দিন-রাত এক করে কাজ করে গিয়েছেন রেলকর্মীরা। এলাকার মাটি আঁকড়ে পড়েছিলেন রেলের পদস্থ কর্তারাও।
শেষমেশ রবিবার রাতে এই রুটে ট্রেন চালচল শুরু হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ''দুর্ঘটনার পরপরই প্রধানমন্ত্রী এসেছিলেন। তিনি আমাদের মনে জোর দিয়েছেন। ৫১ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইন সারানো হয়েছে। আপ ও ডাউন লাইন মিলিয়ে তিনটি মালগাড়ি চালানো হয়েছে। সোমবার আরও সাতটি ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।''