কর্তারপুর গুরুদ্বারের নিয়ন্ত্রণ শিখদের থেকে কেড়ে অ-শিখ সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া নিয়ে পাকিস্তান সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করল ভারত। মোদী সরকারের তরফে সাফ জানান হয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার সেদেশে “ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষার" বিষয়টিকেই প্রশ্নের মুখোমুখি করছে।
প্রসঙ্গত, উদ্বোধন হওয়ার এক বছরের মধ্যেই কর্তারপুর গুরুদ্বারের নিয়ন্ত্রণ ক্ষমতা পাকিস্তানের শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটি থেকে কেড়ে নিল পাকিস্তান সরকার। যা নিয়ে প্রবল অসন্তোষের সৃষ্টি হয়েছে পাকিস্তানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মধ্যে।
আরও পড়ুন, ভারত তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে বদ্ধপরিকর: রাজনাথ
বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, “আমরা রিপোর্ট দেখেছি যে সংখ্যালঘু দ্বারা পরিচালিত সংস্থা পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটি (পিএসজিপিসি) থেকে পবিত্র গুরুদ্বার কর্তাপুর সাহেবের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেড়ে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই একতরফা সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়। বৃহত্তর শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে এই সিদ্ধান্ত। পাকিস্তানের এই সিদ্ধান্তে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে শিখ সম্প্রদায়।"
মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে যে এই ধরনের পদক্ষেপগুলি পাকিস্তান সরকার এবং তার নেতৃত্বের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ এবং রক্ষার যে দাবি করে সেটির বাস্তবতা প্রকাশ করেছে। প্রসঙ্গত, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বছরের ৯ নভেম্বর কর্তারপুর করিডরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে গত এক বছরের মধ্যে প্রচুর মানুষ ওই করিডর পেরিয়ে পাকিস্তানে গিয়েছেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন