Advertisment

শিশুর শরীরে মায়ের থেকে সংক্রমণের সম্ভাবনা কতটা? জানাল গবেষণা

গবেষকরা দেখেছেন ১৪,২৭১ টি শিশু জন্ম এওয়ার পর মায়ের থেকে করোনা সংক্রমিত হয়েছেন এমন সংখ্যা শতকরা ১.৮ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রসব কালীন সময়ে অথবা প্রসবের পরবর্তীতে মায়ের থেকে সন্তানের মধ্যে করোনা ভাইরাস সংক্রম ণের ঝুঁকি প্রায় থাকেনা বলেই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

প্রসব কালীন সময়ে অথবা প্রসবের পরবর্তীতে মায়ের থেকে সন্তানের মধ্যে করোনা ভাইরাস সংক্রম ণের ঝুঁকি প্রায় থাকেনা বলেই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। দ্য বিএমজে প্রকাশিত সমীক্ষা অনুসারে বলা হয়েছে ‘সন্তান প্রসবের আগে, সময় এবং পরে মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ হতে পারে, তবে এই ধরনের ঘটনা বিরল’।

Advertisment

গবেষণায় দেখা গিয়েছে মায়ের বুকের দুধ থেকে সন্তানের মধ্যে করোনা সংক্রমণের সম্ভবনা ২ শতাংশেরও কম। সন্তান প্রসবের পর যদি কোন মহিলা গুরুতর কোভিড সংক্রমণের স্বীকার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে এই সম্ভবনা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই দল তাদের পরীক্ষায় দেখেছেন, সংক্রমিত মহিলা প্রসবের পর এবং স্তন্যপান করানোর মাধ্যমে সন্তানের শরীরে করোনা সংক্রমণের সম্ভবনা প্রায় থাকেনা বললেই চলে।

আরো পড়ুন: দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়াল, মৃত্যু নিয়েও বাড়ছে উদ্বেগ

গবেষণায় বিশ্বজুড়ে ১৪ হাজারের বেশি শিশু কোভিড ১৯-এ আক্রান্ত মায়েদের জন্মের তথ্য পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। গবেষকরা দেখেছেন ১৪,২৭১ টি শিশু জন্ম এওয়ার পর মায়ের থেকে করোনা সংক্রমিত হয়েছেন এমন সংখ্যা শতকরা ১.৮ শতাংশ।

গবেষণার প্রধান শাকিলা থাঙ্গারাতিনাম বলেন, ‘আমাদের প্রথম গবেষণায় দেখানো হয়েছিল মায়ের থেকে সন্তানের শরীরে করোনা সংক্রমিত হওয়ার সম্ভবনা থেকে যায় অনেক ক্ষেত্রে তবে আমরা এখন এটা বলতে পারি বিশ্বজুড়ে ১৪ হাজার শিশু এবং তাদের মায়েদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সেই সম্ভবনা একেবারেই কম মাত্র ১.৮ শতাংশ’।

সেই সঙ্গে গবেষণায় বলা হয়েছে সন্তান প্রসবের পর বুকের দুধ সন্তানের পুষ্টির জন্য অপরিহার্জ। সেক্ষেত্রে স্তন্যপানে মায়েদের আরঈও বেশি উৎসাহিত করা উচিত। সেই সঙ্গে বলা হয়েছে গবেষণার ফলাফল দেখায় না যে বুকের দুধ থেকে সন্তান করোনায় আক্রান্ত হতে পারে। তবে অনেক ক্ষেত্রে গুরুতর কোভিডের শিকার মায়েদের থেকে সন্তানদের মধ্যে করোনা সংক্রমিত হতে পারে সেক্ষেত্রে নিবিড় পরীক্ষা এবং মায়েদের ক্ষেত্রে টিকা একান্ত ভাবেই প্রয়োজন।  

Read story in English

new born babay
Advertisment