Advertisment

২৪ ঘন্টা পার! যুদ্ধকালীন তৎপরতায় জারি উদ্ধারকাজ, সব ধরণের সাহায্যের আশ্বাস মোদীর

শ্রমিকদের উদ্ধার করতে ধ্বংসাবশেষ অপসারণের কাজ অব্যাহত রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Uttarakhand tunnel collapse, Uttarakhand tunnel live updates, Uttarakhand tunnel workers trapped news, under-construction tunnel collapses, Uttarkashi tunnel news, Uttarakhand’s Uttarkashi, indian express" /

আটকে পড়া শ্রমিকদের কাছে পাইপের মাধ্যমে খাবার পাঠানো হচ্ছে।

২৪ ঘন্টা পার। উত্তরকাশীর নির্মীয়মান টানেল থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার অভিযান এখনও চলছে। উত্তরাখণ্ডের সিল্কিয়ারায় নির্মাণাধীন টানেলের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে দ্রুত উদ্ধার অভিযান চলছে। ওয়াকি-টকির মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে বলেই জানা গিয়েছে। কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। তারা সকলেই নিরাপদ রয়েছেন। উদ্ধারকারী দলের তরফে পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে খাবার পাঠানো হচ্ছে।

Advertisment

রবিবার, দীপাবলির দিন, উত্তরকাশী যমুনোত্রী জাতীয় সড়কে নির্মাণাধীন টানেলের ভিতরে ভূমিধসের কারণে টানেলের একটি অংশ ধসে পড়ে, যার পরে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে ৪০-৪৫ জন শ্রমিক আটকে পড়েছেন বলে তথ্য পাওয়া গেছে। বর্তমানে উত্তরকাশী-যমনোত্রী সড়কে অবস্থিত সিল্কিয়ারা টানেলে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সিল্কিয়ারা কন্ট্রোল রুম জানিয়েছে, টানেলে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, সবাই নিরাপদে আছেন।

আটকে পড়া শ্রমিকদের কাছে পাইপের মাধ্যমে খাবার পাঠানো হচ্ছে। শ্রমিকদের উদ্ধার করতে ধ্বংসাবশেষ অপসারণের কাজ অব্যাহত রয়েছে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য আনা হয়েছে একাধিক জেসিবি মেশিন। সকল শ্রমিক নিরাপদে আছেন বলে জানা গেছে। টানেলে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহও অব্যাহত রয়েছে।

দিওয়ালির দিনেই উত্তরাখণ্ডে বড়সড় দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে নির্মীয়মান টানেলের একটি অংশ। টানেলের ভিতর আটকে রয়েছেন কমপক্ষে ৩৬ জন শ্রমিক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে SDRF দল। এডিজি এপি অংশুমান জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। SDRF এবং অন্যান্য উদ্ধারকারী দলের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য্য চালাচ্ছে। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশও।

আরও পড়ুন: < দিওয়ালিতে ‘বিরাট’ উপহার জয়শঙ্করের, কোহলির অটোগ্রাফ সহ ব্যাট পেয়ে অভিভূত ঋষি সুনাক >

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে টানেলে ভুমিধসে আটকে পড়েছেন ৩৬ জন শ্রমিক। ভূমিধসের কারণে এ ঘটনা ঘটে বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে । যমুনোত্রী জাতীয় সড়কে রাস্তা তৈরির কাজ চলছে। এর আওতায সিল্কায়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত একটি টানেলও নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। টানেল থেকে শ্রমিকদের বের করা আনার চেষ্টা চলছে।

তথ্য অনুযায়ী, টানেলের ভেতরে ৩৬ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। উত্তরকাশী জেলা বিপর্যয় মোকাবিলা দফতর এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনাস্থলে পৌঁছানো কর্মকর্তারা জানান, শ্রমিকদের উদ্ধারঅভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। এসডিআরএফ এবং উদ্ধারকারী দলের প্রচেষ্টায় ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশের পাশাপাশি পাঁচটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

এডিজি আইন ও শৃঙ্খলা এপি অংশুমান জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। SDRF এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। রবিবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সিল্কিয়ারার দিকে টানেলের প্রবেশপথ থেকে ২০০ মিটার দূরে এই ভূমিধসের ঘটনা ঘটে। সে সময় সেখানে অনেক শ্রমিক কাজ করছিলেন বলেই জানিয়েছেন তিনি।

অলওয়েদার রোড প্রকল্পের আওতায় তৈরি হওয়া এই টানেলের দৈর্ঘ্য হবে সাড়ে চার কিলোমিটার যার মধ্যে চার কিলোমিটারের নির্মাণকাজ শেষ হয়েছে। এই টানেলটি ২০২৩ সালের সেপ্টেম্বরে শেষ করার টার্গেট ছিল কিন্তু নির্ধারিত সময়ে তা শেষ না হওয়ায় ২০২৪-এর মার্চে টানেলের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

'প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন': পুষ্কর সিং ধামি

উত্তরকাশী-যমনোত্রী সড়কের সিল্কিয়ারা টানেলে উদ্ধার অভিযানের বিষয়ে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী বলেছেন, "প্রধানমন্ত্রী সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এনডিআরএফ, এসডিআরএফ, অন্যান্য সংস্থা এবং উদ্ধারের কাজে নিযুক্ত রয়েছেন। আমরা আশ্বস্ত করতে চাই। রাজ্য সরকার এবং প্রশাসন তাদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করছে।"

Uttarakhand accident
Advertisment