Advertisment

ফের ধোঁয়ায় ঢাকল দিল্লী, পর্যটকরা এড়িয়ে যাচ্ছেন শহর

"আমরা কোনো পর্যটককেই দিল্লীর আবহাওয়া সম্পর্কে সচেতন না করলেও আমরা লক্ষ্য করেছি যে, তাঁরা তাঁদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন। দেখা গেছে অধিকাংশ পর্যটক এড়িয়ে যাচ্ছেন দিল্লী।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাধ্যবাধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিওয়ালির সন্ধ্যায় বাজি পোড়ালো দিল্লী। যার জেরে ফের ধোঁয়ায় ঢেকেছে রাজধানী। মুম্বাই থেকে আসা বিমান অবতরণে দেরি, পাশাপাশি সাময়িক বিপর্যস্ত বিমান ওঠানামা। একটি ট্র্যাভেল ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে, দিওয়ালির জন্য প্রায় ২৫ শতাংশ যাত্রী বাড়ি ফিরছেন, এবং অধিকাংশ পরিবার নিয়ে ফিরছেন দিল্লিতে। মঙ্গলবার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, মঙ্গলবার সবচেয়ে খারাপ অবস্থা ছিল দিল্লীর দূষণের।

Advertisment

"উৎসবের মরসুমে, দিল্লির বায়ুর মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পতনশীল AQI স্তর, কাজেই ভ্রমণকারীরা অনেকে সেখানে তাঁদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। ব্যবসায়ীরাও তাঁদের সফর বাতিল করে নভেম্বরের শেষে দিন ঠিক করেছেন," বলছেন যাত্রা ডট কমের সিওও শরৎ ঢাল।

আরও পড়ুন: সংযত রইল শব্দদানব, তবে সুপ্রিম নির্দেশ মানা হল কি?

ইক্সিগোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা আলোক বাজপাই বলেন, "আমরা কোনো পর্যটককেই দিল্লীর আবহাওয়া সম্পর্কে সচেতন না করলেও আমরা লক্ষ্য করেছি যে, তাঁরা তাঁদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন। দেখা গেছে অধিকাংশ পর্যটক এড়িয়ে যাচ্ছেন দিল্লী। যাঁরা আগ্রা যেতে ইচ্ছুক তাঁরা দিল্লীতে না নেমে সরাসরি উড়ে যাচ্ছেন জয়পুর। মুলত বয়স্ক এবং শিশুদের জন্য দিল্লী একেবারেই স্বাস্থ্যকর জায়গা নয়। আমরা মনে করছি এমনটা অন্তত এক সপ্তাহ আরও চলবে।"

দিল্লীর দিওয়ালি কেমন হয়, তার সাক্ষী থাকার জন্য অনেক বিদেশী ভ্রমণকারীরা বুক করেছেন দিল্লীর টিকিট। ভ্রমণ ওয়েবসাইট EaseMyTrip জানিয়েছে, এই বছর দিল্লিতে কমপক্ষে ৪,০০০ বিদেশী বিমানের টিকিট বুক করেছেন, কিন্তু গত বছর এই সময়ে বুকিংয়ের গড় হিসাব ছিল ১৫,০০০।

EaseMyTrip সিইও নিশান্ত পিটি বলেন, "দিল্লি, আগ্রা ও জয়পুরে গোল্ডেন ট্রায়াঙ্গল পর্যটন সার্কিটে এই সময়ে অনেক বেশি চাহিদা থাকে।" পর্যটন ওয়েবসাইটগুলি দাবি করেছে যে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে মূলত পর্যটকদের পরিবেশ বান্ধব গন্তব্যস্থলের পরামর্শ দেওয়া হচ্ছে। সৌর-চালিত আবাসন থেকে শুরু করে জৈব খামারে থাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। দূষণ থেকে দূরে সরে থাকার জন্য এই বিকল্প জায়গাগুলিকে তালিকাভুক্ত করা হয়েছে।

Read the full story in English

Kali Puja Diwali
Advertisment