Advertisment

Tribal assault: সিলিংয়ে ঝুলিয়ে বেদম প্রহার, আদিবাসী যুবককে চূড়ান্ত হেনস্থা, মুখ পুড়ল বিজেপির

এই ঘটনার পর রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি মুখ্যমন্ত্রী মোহন যাদবের পদত্যাগের দাবি চেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Tribal Youth Stripped

প্রতীকী ছবি

আদিবাসী যুবককে নির্মম ভাবে লাঞ্ছনা। সিলিংয়ে ঝুলিয়ে বেদম প্রহার। হাড়হিম ঘটনার ভিডিও ভাইরাল হতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার জেরে লোকসভা ভোটের আগে বিরাট বিপাকে বিজেপি।

Advertisment

মধ্যপ্রদেশের বেতুল জেলায় আদিবাসী যুবককে নির্মমভাবে  লাঞ্ছনা ঘটনার একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু লোক এক যুবককে খুলে উল্টো করে ঝুলিয়ে তাকে বেল্ট দিয়ে মারছে। যদিও ভিডিওটি তিন মাস আগের বলে জানা গেছে। যুবকের অভিযোগের পর পুলিশ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই ২ জনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, কোতোয়ালি থানা এলাকার বাসপানিতে থাকেন আশিস পার্টে। ১৫ নভেম্বর তার সঙ্গে এই ঘটনা ঘটে। তাকে উলঙ্গ করে উল্টোভাবে ঝুলিয়ে চলে বেদম প্রহার। অভিযুক্তরা তাকে কাঠ, বেল্ট ও চপ্পল দিয়ে আঘাত করে। আশ্চর্যের বিষয় হল অভিযুক্তরা শুধু আশীষকে মারধরের একটি ভিডিও তৈরি করেনি, সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করেছে। এতদিন তাদের ভয়ে আশিস থানায় অভিযোগ করেনি বা তার পরিবারকেও জানায়নি।

ভিডিওটি প্রায় তিন মাস পুরনো বলে জানা গেছে।  আদিবাসী যুবক একটি খাবারের স্টল চালান। জানা গিয়েছে অভিযুক্তরা তার কাছে তোলা আদায়ের চেষ্টা করছিল । তা না মেলাতেই চলে নির্মম এই অত্যাচার।

বেতুলের পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরী  বলেছেন, “ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর, স্থানীয় পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনার পর রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি মুখ্যমন্ত্রী মোহন যাদবের পদত্যাগের দাবি চেয়েছেন। তিনি বলেছেন, “প্রশ্ন হল শুধু আদিবাসীরাই কেন টার্গেটে? আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে আপনার কি ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতা আছে? নাকি বিজেপি বঞ্চিত শ্রেণীকে হয়রানি শপথ নিয়েছে? আপনি একজন 'ব্যর্থ মুখ্যমন্ত্রী' ।

Madhya Pradesh Tribal
Advertisment