Advertisment

মোদীর জন্মদিনেই নয়া সংসদ ভবনে তেরঙা উত্তোলন, নয়া ড্রেস কোডের বিধানও

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিশেষ অধিবেশন শুরুর ঠিক একদিন আগে ১৭ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে তেরঙ্গা উত্তোলনের পরিকল্পনা করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
New Parliament, New Parliament buildong, Narendra Modi, PM Narendra Modi, India news, Indian express, Indian express India news, Indian express India"

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিশেষ অধিবেশন শুরুর ঠিক একদিন আগে ১৭ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে তেরঙ্গা উত্তোলনের পরিকল্পনা করা

প্রধানমন্ত্রী মোদীরও জন্মদিনের দিনেই নতুন সংসদ ভবনে তেরঙ্গা উত্তোলন করা হবে। জানা গিয়েছে আগামী ১৭ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে তেরঙ্গা উত্তোলন করা হবে। ওই দিনই মোদীর জন্মদিন। এরপর নতুন ভবনে সংসদের কার্যক্রম শুরু হবে।

Advertisment

১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এর ঠিক একদিন আগে, ১৭ সেপ্টেম্বর, নতুন সংসদ ভবনে তেরঙ্গা উত্তোলন করা হবে। ১৭ সেপ্টেম্বর, রাজ্যসভার চেয়ারম্যান এবং লোকসভার স্পিকার ওম বিড়লা নতুন সংসদের প্রাঙ্গণে তেরঙা পতাকা উত্তোলন করবেন। এ সময় সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং বিশ্বকর্মা পুজো।

নতুন সংসদ ভবনে এটিই হবে প্রথম ও আনুষ্ঠানিক পতাকা উত্তোলন। পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে স্থানান্তরের কাজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পূজোর আয়োজনের পর নতুন সংসদে ভবনে অধিবেশন আয়োজন করা হবে। সংসদের বিশেষ অধিবেশন, চলবে ১৮-২২ সেপ্টেম্বর। এদিকে নতুন সংসদে কর্মচারীদের জন্য ড্রেস কোড জারি করা হয়েছে।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বিশেষ অধিবেশন শুরুর ঠিক একদিন আগে ১৭ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে তেরঙ্গা উত্তোলনের পরিকল্পনা করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে PWD বিভাগ। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও।সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় পূর্ত বিভাগ নতুন ভবনটি নির্মাণ করেছে এবং এই বিভাগ গজ দ্বারের সামনে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের প্রস্তুতির আয়োজন নিচ্ছে ১৭ সেপ্টম্বর। নতুন সংসদ ভবনে এটিই হবে প্রথম ও আনুষ্ঠানিক পতাকা উত্তোলন।

সূত্রের খবর ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনটি পুরানো ভবনে শুরু হবে এবং পরে অধিবেশন নতুন ভবনে স্থানান্তর করা হবে। প্রধানমন্ত্রী মোদী চলতি বছর ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন করেন।

লোকসভা সচিবালয়ের আদেশ অনুসারে, মার্শাল, নিরাপত্তা কর্মী, অফিসার, চেম্বার পরিচারক এবং ড্রাইভারদের নতুন ইউনিফর্ম জারি করা হয়েছে, যা তাদের নতুন সংসদ ভবনে কাজ শুরু করার পরে পরতে হবে। বন্ধ গলার স্যুটের পরিবর্তে, আমলাদের ম্যাজেন্টা বা গাঢ় গোলাপী নেহেরু জ্যাকেট পরতে হবে। এছাড়াও, কর্মচারীরা খাকি রঙের প্যান্ট পরবেন। পার্লামেন্টের উভয় কক্ষে মার্শালদের নতুন ইউনিফর্মে এখন মণিপুরি পাগড়ি থাকবে। সংসদের নিরাপত্তা কর্মীদের নীল সাফারি স্যুটের পরিবর্তে সেনাবাহিনীর ইউনিফর্মের মতো পোশাকে দেখা যাবে।

New Parliament Building modi
Advertisment