Advertisment

ঘরের ছেলেদের ঘরেই রাখতে চাইছেন বিপ্লব

‘‘পড়াশোনার জন্য ত্রিপুরার পড়ুয়ারা ভিনরাজ্যে চলে যায়, এমনকি অনেকে বিদেশেও যায়। কিন্তু পরে তারা আর রাজ্যে ফিরে আসতে চায় না। এর কারণ, গত ২৫ বছরে রাজ্যে উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে পূর্বতন সরকার।’’

author-image
IE Bangla Web Desk
New Update
biplab deb, বিপ্লব দেব

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ঘরের ছেলে ঘরেই থাকুক, এটাই চান বিপ্লব কুমার দেব। নিজের বাড়ি ছেড়ে ছেলেমেয়েরা পরের বাড়িতে গিয়ে থাকুক, এটা তাঁর একেবারে না পসন্দ। কিন্তু ছেলেমেয়েরা তাঁর কথা শুনলে তো! তাই দারুণ আইডিয়া খেলল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মাথায়। পরের ঘরে ঘিয়ে থাকার ‘মায়া’ কাটাতে তাই তিনি নিজের ঘরেরই শোভা বদলানোর উদ্যোগ নিলেন। হ্যাঁ, পড়াশোনা ও চাকরির জন্য রাজ্যের ছেলে-মেয়েরা যাতে ভিনরাজ্যে পাড়ি না দিয়ে ত্রিপুরাতেই থাকে, সেজন্যই এবার উত্তর-পূর্বের সে রাজ্যের শহরগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিলেন বিপ্লব।

Advertisment

তিন বছরের মধ্যে রাজ্যে ‘বিজনেস হাব’ তৈরি করা হবে, একথাই রবিবার ঘোষণা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কেন এমন উদ্যোগ নিলেন? বিপ্লব দেব বলেন, ‘‘পড়াশোনার জন্য ত্রিপুরার পড়ুয়ারা ভিনরাজ্যে চলে যায়, এমনকি অনেকে বিদেশেও যায়। কিন্তু পরে তারা আর রাজ্যে ফিরে আসতে চায় না। এর কারণ, গত ২৫ বছরে রাজ্যে উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে পূর্বতন সরকার।’’

আরও পড়ুন, মাণিক সরকার ছিলেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী: বিপ্লব দেব

রাজ্যবাসীকে আশ্বস্ত করে বিপ্লব বলেন, ‘‘আগামী তিন বছরে উদয়পুর, আগরতলা, ধর্মনগরকে আধুনিক শহরের মোড়কে গড়ে তুলব। পুনে, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরের মতো এসব শহরে সবরকম সুযোগসুবিধা থাকবে। তখন আর ত্রিপুরার কোনও পড়ুয়াই ভিনরাজ্যে যাবে না।’’

উন্নয়নের পাশাপাশি ত্রিপুরায় অপরাধমূলক কাজকর্ম ঠেকানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, সত্যিকারের উন্নয়নমূলক কাজ হলে, রাজ্যে অপরাধের ঘটনাও কমবে। তিনি বলেন, ‘‘দুবাই, সিঙ্গাপুর, হংকংয়ের মতো শহরে অপরাধের সংখ্যা খুবই কম...কেউ যদি দুবাই যান, চুরির আশঙ্কা নিয়ে তাঁকে ভাবতেই হবে না। সিঙ্গাপুরের ট্যাক্সিচালকরা কখনই পর্যটকদের বিপাকে ফেলেন না। কারণ তাঁরা মনে করেন, পর্যটকদের সমস্যা হওয়া নামে দেশের ক্ষতি।’’

প্রায় ২৫ বছরের লাল দুর্গ চুরমার করে উন্নয়নের বার্তা দিয়েই ত্রিপুরায় পদ্মফুল ফুটিয়েছিলেন বিপ্লব কুমার দেব। এবার উত্তর-পূর্বের সেই রাজ্যে উন্নয়নে জোর দিতেই বিপ্লব উঠে পড়ে লাগলেন বলে মত ওয়াকিবহাল মহলের।

tripura tripura CM biplab kumar deb
Advertisment