করোনা আক্রান্ত বিপ্লব কুমার দেব। মঙ্গলবার নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমি কোভিড-১৯ পজিটিভ। নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরমর্শ মেনে চলছি। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলুন এবং সুস্থ থাকুন।' জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জ্বর ও করোনার অন্যান্য উপসর্গ রয়েছে।
দিন কয়েক আগেই আগরতলার সূর্যমণি নগরে দলীয় সভায় গিয়েছিলেন বিপ্লব দেব। তবে, মঞ্চে বেশিক্ষণ ছিলেন না তিনি। তাঁর জ্বর ছিলো। মঙ্গলবার তাঁর নমুনা পরীক্ষা হয়। বুধবার সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে।
দেশজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। বাদ নেই উত্তরপূর্বের ছোট্ট রাজ্য ত্রিপুরাও। পরিস্থিতি সামাল দিতে একাধিক নির্দেশিকা জারি করেছে প্রশাসন। মারণ রোগটিকে ঠেকাতে রাজ্যজুড়ে চলছে টিকাদান। এই পরিস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক বেড়েছে রাজ্যবাসীর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন