আবারও বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাধালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহাভারতের যুগেই এ দেশে ইন্টারনেট পরিষেবা ছিল বলে কিছুদিন আগেই মন্তব্য করে সমালোচনার ঝড়ের মুখে পড়েছিলেন বিপ্লব। এবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাকে প্রহসন বলে মন্তব্য করেছেন বিপ্লব। শুধু তাই নয়, মিস ওয়ার্ল্ড ডায়না হেডেনকে কার্যত একহাত নিয়ে তাঁর বিশ্বসুন্দরী হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এই বিজেপি নেতা। তবে দেশের আরেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিপ্লব।
আরও পড়ুন, মহাভারতের যুগেও ইন্টারনেট ও স্যাটেলাইট ছিল, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগেকার দিনে দেশের মেয়েরা প্রসাধনী সামগ্রী ব্যবহার করত না। ভারতীয়রা শ্যাম্পু মাখত না। মেথির জল দিয়ে চুল ধুতো।’’ তাঁর মতে, সেসময়ে লোকে গায়ে কাদা মাখত। আর আজ দেশের কোণায় কোণায় রয়েছে বিউটি পার্লার।
আরও পড়ুন, মহাভারতের যুগে ইন্টারনেট! ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশেই রাজ্যপাল তথাগত রায়
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চকে প্রহসন বলে কটাক্ষ করে বিপ্লব বলেন, কে বিশ্বসুন্দরীর শিরোপা পাবেন, সেটা আগে থেকেই ঠিক করা থাকে বলে দাবি করেন বিপ্লব। এ প্রসঙ্গে তিনি আরও বলেন যে, ‘‘ডায়না হেডেনও মিস ওয়ার্ল্ড হয়েছেন। আপনাদের কি মনে হয় এটা ওঁর প্রাপ্য ছিল?’’ সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে বিপ্লব বলেন, টানা ৫ বছর বিশ্বসুন্দরীর শিরোপা জিতেছে ভারত। ওই বিজেপি নেতার মতে, ঐশ্বর্য রাই বিশ্বদরবারে ভারতীয় মহিলাদের উপস্থাপিত করেন। তিনিও মিস ওয়ার্ল্ড হয়েছেন। কিন্তু ডায়না হেডেন কীভাবে জিতলেন বিশ্বসুন্দরীর মুকুট, তা তাঁর বোধগম্য হয়নি।
আরও পড়ুন, ত্রিপুরার সরকারি স্কুলে বাম জমানার সিলেবাস আমূল বদলের ভাবনা বিপ্লবের
কিছুদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন যে, মহাভারতের যুগেই ইন্টারনেট পরিষেবা ছিল এ দেশে। স্যাটেলাইট প্রযুক্তি ছাড়া, কিছুতেই ৫০ কিমি দূরে থেকে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা করতে পারতেন না সঞ্জয়। যে মন্তব্য প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনা প্রসঙ্গে বিপ্লব বলেছিলেন যে, নিচু মনের ব্যক্তিরা এবং যাঁরা এ দেশকে নিচু চোখে দেখেন, তাঁরাই সমালোচনা করছেন।