Trudeau Modi G7: ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা অব্যাহত। এরই মাঝেই জি-৭ সম্মেলনে দুই দেশের শীর্ষ নেতারা এক দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, 'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং উভয় দেশ একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ'। প্রধানমন্ত্রী মোদীও সোশ্যাল মিডিয়ায় ট্রুডোর সঙ্গে তাঁর করমর্দনের একটি ছবিও পোস্ট করেছেন, যার ক্যাপশন ছিল 'G7 সামিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে দেখা।'
খালিস্তানি চরমপন্থীদের নিয়ে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এটি প্রধানমন্ত্রী মোদী এবং জাস্টিন ট্রুডোর মধ্যে প্রথম বৈঠক। বৈঠকের পর ট্রুডো বলেন, 'আমি এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যুটির বিস্তারিত আলোচনায় যাব না, যে বিষয়ে আমাদের এক সঙ্গে আরও কাজ করতে হবে, তবে আমরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছি। এর আগে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দুই নেতার দেখা হয়েছিল। বৈঠকে ট্রুডো তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দনও জানিয়েছেন।
আরও পড়ুন : < Elon Musk on EVM: মমতা-রাহুলের সুরেই সুর মেলালেন ইলন মাস্ক, আনলেন EVM নিয়ে বিস্ফোরক অভিযোগ! >
গত বছর কানাডায় এক খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। কানাডার প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতকে অভিযুক্ত করেছেন। কিন্তু ভারত এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং একে অযৌক্তিক বলে অভিহিত করেছে। কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় চার ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কানাডার খালিস্তানি চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ভারত কানাডার কাছে একাধিকবার অভিযোগ করেছে।