প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ডোনাল্ড ট্রাম্প, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্ট পদ প্রার্থীকে আদালত অযোগ্য বলে ঘোষণা করল। আগামী বছরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর তাঁর আগেই বিরাট ধাক্কা খেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।
সংবিধান লঙ্ঘনের ধারা উল্লেখ করে কলোরাডোর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আদালত তার রায়ে বলেছে, 'ট্রাম্প যোগ্য প্রার্থী নন'। এই সিদ্ধান্ত জানিয়েছেন কলোরাডোর সুপ্রিম কোর্টের চার বিচাপতির মধ্যে তিন জন। তবে ট্রাম্প এই মামলায় অন্য কোনো আদালতে আপিল করতে পারেন বলেই জানিয়েছে আদালত।
ক্যাপিটল হিলে হিংসার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে আদালতে শুনানি চলছিল, যেখানে তাকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। ২০২০ সালে নির্বাচনের ফলাফলের পরে ক্যাপিটল হিল হামলার ঘটনা ঘটে। এরপর ক্যাপিটল হিলে ওঠেন ট্রাম্পের সমর্থকরা। এই হামলায় একজন পুলিশ কর্মী সহ পাঁচজন নিহত হন।
ট্রাম্পের বিরোধী দল অভিযোগ করেছে যে ট্রাম্প হিংসার জন্য দায়ি। কারণ তিনি নির্বাচনের ফলাফলের পরে বেশ কয়েকবার প্রকাশ্যে বলেছিলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। এ কারণে তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়।
ক্যাপিটল হিলে হামলার ঘটনায় বিরাট ধাক্কা খেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আদালত তাঁকে প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য বলে ঘোষণা করেছে। মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্ট মার্কিন ক্যাপিটল হিল মামলায় মার্কিন সংবিধানের অধীনে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য বলে ঘোষণা করেছে।
আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে অযোগ্য বলে ঘোষণা করে রায় দিয়েছে মার্কিন আদালত। কলোরাডো সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার অযোগ্য। তবে এই নিয়ম শুধুমাত্র কলোরাডোর রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য ।
কলোরাডো ভোটারদের একটি দল ওয়াশিংটনের সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিক্সের সহায়তায় মামলাটি আনে। তারা যুক্তি দিয়েছিল যে প্রেসিডেন্ট পদে ক্ষমতা হস্তান্তরে বাধা দেওয়ার ব্যর্থ প্রচেষ্টায় ক্যাপিটলে আক্রমণ করার জন্য তার সমর্থকদের প্ররোচিত করার জন্য ট্রাম্পকে 'অযোগ্য' ঘোষণা করা উচিত।
ট্রাম্পের সমর্থকরা আদালতের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এর বিরুদ্ধে আপিল করা হবে। এক বিবৃতিতে বলা হয়েছে 'কলোরাডো সুপ্রিম কোর্ট আজ রাতে একটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত জারি করেছে এবং আমরা দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করব এবং এই অগণতান্ত্রিক সিদ্ধান্তে স্থগিতাদেশ চাইব"।