Advertisment

দিল্লি হিংসার কথা শুনলেও আলোচনা হয়নি: ট্রাম্প

'আমি ব্যক্তিগত আক্রমণের বিষয়ে শুনেছি। কিন্তু তা নিয়ে আলোচনা করিনি।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অশান্ত দিল্লি। হিংসায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। তবে দিল্লির অশান্তির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনও কথা হয়নি বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'আমি ব্যক্তিগত আক্রমণের বিষয়ে শুনেছি। কিন্তু তা নিয়ে আলোচনা করিনি।' সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও মোদী-ট্রাম্প বৈঠকে আলোচনা হয়নি বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক বৈঠকে সিএএ সংক্রান্ত প্রশ্ন উঠলে তিনি বলেন, 'আমি এই বিষয়ে আলোচনা করতে চাইনি। এটা ভারতের উপরই ছেড়ে দিয়েছি। ভারতবাসীর জন্য যা ভাল আশা করি সেটাই করা হবে।'

Advertisment

ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে প্রশ্ন করতে পারেন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভারত সফরের আগে হোয়াই হাউসের এক আধিকারিক এই বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। এই প্রশ্ন উঠলে মোদী সরকার অস্বস্তিতের মুখে পড়তে পারেন বলেও নানা জল্পনা শুরু হয়। কিন্তু, 'বন্ধু' মোদী বিপদে পড়তে পারেন এমন কোনও প্রসঙ্গেই এই সফরে তোলেননি প্রেসিডেন্ট। উল্টে তাঁর পিঠ চাপড়েছেন। বারে বারেই ট্রাম্প বলেছেন, 'ভারতীয় আতিথেয়তায় মুগ্ধ তিনি।'

আরও পড়ুন: সিএএ নিয়ে বলতে চাই না, আশা করছি ভারত সঠিক সিদ্ধান্ত নিয়েছে: ট্রাম্প

এদেশে সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে প্রশ্ন করাতে প্রধানমন্ত্রী তাঁকে 'জোরাল জবাব' দিয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, 'আমরা এই বিষয়ে আলোচনা করেছি। মুসলমান ও খ্রিষ্টানদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা হয়। দোরাল জবাব মিলেছে। মোদী জানিয়েছেন যে ভারতে মুসলমান জনসংখ্যা ১৪ মিলিয়ন থেকে বেড়ে হয়েছে ২০০ মিলিয়ন।'

আরও পড়ুন: ‘অসাধারণ ও সদর্থক’, ভারত সফর প্রসঙ্গে বললেন ট্রাম্প

ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন, 'অন্যান্য জায়গায় ধর্মীয় স্বাধীনতা নিয়ে যা হচ্ছে তার থেকে ভারতে ভাল কাজ হচ্ছে।'

কাশ্মীরকে 'বড় সমস্যা' বলে প্রেসিডেন্ট বলেন, 'উত্তেজনা সমাধানে আমি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।' তবে তিনি যে কাশ্মীর সমস্যা সমাধানে এখন মধ্যস্থতাকারীর প্রস্তাব দিচ্ছেন না তাও স্পষ্ট করে দেন ট্রাম্প। পাকিস্তান প্রসঙ্গে প্রশ্ন উঠতেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক ভাল। ওখানে কিছু সমস্যা রয়েছে। কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানকেই মেটাতে হবে।'

Read  the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump delhi PM Narendra Modi caa
Advertisment