New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/17/Xcyd94jcBx2PgyFRR2f5.jpg)
বন্ধু 'মোদী'কে বিরাট সম্মান! নিজেকে থামাতে পারলেন না ট্রাম্প
Trump Shared PM Modi’s Podcast: বিশ্বজুড়ে আলোচনায় মোদীর সাক্ষাৎকার, কীভাবে পিছিয়ে থাকতে পারেন ট্রাম্প? তৎক্ষণাৎ 'বন্ধু' পডকাস্টটি ট্রুথ সোশ্যাল হ্যান্ডেল truthsocial.com/@realDonaldTrump-এ শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ।
বন্ধু 'মোদী'কে বিরাট সম্মান! নিজেকে থামাতে পারলেন না ট্রাম্প
Trump Shared PM Modi’s Podcast: ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের প্রশংসায় পঞ্চমুখ মোদী, আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই পডকাস্ট শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পডকাস্টার এবং এআই রিসার্চার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনের জন্য কূটনীতির উপর জোর দিয়েছেন এবং দুই দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের সঙ্গেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রধানমন্ত্রী পাকিস্তান, চিন, ট্রাম্প, বিশ্ব রাজনীতি, খেলাধুলা, রাজনীতি এবং আরএসএস, ব্যক্তিগত জীবন নিয়ে উক্ত পডকাস্টে একাধিক প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন। পাকিস্তান সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,"সেখান থেকে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই পায়নি"।
তিনি বলেন, "পাকিস্তানের জনগণ শান্তি চায়। আমরা আশা করি একদিন পাকিস্তান তার ভুল বুঝতে পারবে। শান্তির পথ গ্রহণ করবে। চিন সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ভারত-চিনের মধ্যে প্রতিযোগিতা থাকা উচিত, সংঘাত নয়। মোদী এই প্রসঙ্গে চিনা প্রেসিডেন্ট শি' জিংপিংয়ের বৈঠক ও সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসার শান্তিপূর্ণ প্রচেষ্টার উপর আলোকপাত করেন। তিনি সংঘাতের পরিবর্তে সুস্থ প্রতিযোগিতার প্রয়োজনীয়তার উপরও জোর দেন।
২০০২ সালের গুজরাট দাঙ্গাকে দুঃখজনক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। ২০০২ সালের দাঙ্গার পর থেকে রাজ্যে স্থায়ী শান্তি বিরাজ করচছে বলেও মোদী জানিয়েছেন। মোদীর গলায় এদিন আরএসএস-এর ভূয়ষী প্রশংসা সুর শোনা গিয়েছে। তিনি বলেন, "আমাদের দেশের জন্য বাঁচতে শিখিয়েছে। আরএসএস-এ আমাদের যে মূল্যবোধ শেখানো হয়েছিল তার মধ্যে একটি ছিল যে আপনি যা কিছু করবেন, তা একটি উদ্দেশ্য নিয়ে করুন"।
এদিনের পডকাস্টে প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে তার 'বন্ধু' হিসাবে বর্ণনা করে ট্রাম্পের সাহসিকতার প্রশংসা করেছেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা আলোচনায়, প্রধানমন্ত্রী মোদী রবিবার বলেছিলেন যে তিনি এবং ট্রাম্পের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। কারণ হিসাবে মোদী বলেন, উভয়ের কাছেই তাঁর দেশই তাদের কাছে অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও মোদী-বাইডেনের মধ্যে পারস্পরিক আস্থা অক্ষুণ্ণ ছিল।