Advertisment

হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম সিদ্ধান্তে নীরবতা ভাঙলেন আদানি, প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন?

এই মামলায় সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত সামনে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Goutam Adani

গৌতম আদানি

হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই নীরবতা ভাঙলেন গৌতম আদানি। আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে। হিন্ডেনবার্গ রিপোর্টের পর আদানির শেয়ারে বড় পতন হয়। এবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত এসেছে। আদালতের সিদ্ধান্তে নীরবতা ভাঙলেন গৌতম আদানি।

Advertisment

২৪ জানুয়ারি ২০২৩ আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিল। হিন্ডেনবার্গ রিপোর্টের পর আদানির শেয়ারে বড় পতন হয়েছে। বিষয়টি নিয়ে রাজপথ থেকে সংসদ পর্যন্ত তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি অবশেষে আদালতে পৌঁছায় এবং আজ এ বিষয়ে বড় সিদ্ধান্ত দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট SEBI-এর তদন্তকে ন্যায্যতা দিয়েছে। পাশাপাশি মামলাটি SIT-এর হাতে হস্তান্তর করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। সেবি-কে আরও তিন মাসের সময় দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি টুইট করে এই সিদ্ধান্তে খুশি প্রকাশ করেছেন।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কিছুক্ষণ পরেই, গৌতম আদানি এক্সে (আগের টুইটার) একটি পোস্ট লিখে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়ে গৌতম আদানি লিখেছেন, 'সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে।' যারা আমাদের পাশে থেকেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভারতের উন্নয়নে আমাদের অবদান অব্যাহত থাকবে'। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এ কথা জানিয়েছে আদানি।

Goutam Adani
Advertisment