Advertisment

‘লোকে কী ভাববে! না ভেবে, সর্বত্র মাতৃভাষায় কথা বলুন’, দেশবাসীকে বার্তা অমিত শাহের

Amit Shah: 'আপনি কাজ দিয়ে, ভাবনা দিয়ে পরিচিতি পাবেন। ভাষা দিয়ে মানুষ বিচার হয় না। ভাষা শুধুই ভাব প্রকাশের মাধ্যম।'

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি

Amit Shah: একজন মানুষকে তাঁর কর্ম এবং ভাবনা পরিচিতি দেয়। ভাষা দিয়ে মানুষের বিচার হয় না। তাই দেশবাসী কোনওরকম বিভ্রান্তি ছাড়া নিজস্ব ভাষাতেই কথা বলুক। হিন্দি দিবসে এই বার্তাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   মঙ্গলবার তিনি নয়া দিল্লির বিজ্ঞান ভবনে হিন্দি দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই মঞ্চ থেকে এভাবেই মাতৃ ভাষার পক্ষেই জোরাল সওয়াল করেন অমিত শাহ।

Advertisment

তিনি বলেছেন, ‘আগে যখন বিশ্ব মঞ্চে ভারতীয় প্রতিনিধিরা ভাষণ দিতেন, তখন অনেকেই সেই ভাষা বুঝতেন না। কিন্তু সেই প্রতিবন্ধকতা দূর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হিন্দিতেই সাড়া বিশ্বে ভাষণ দেন।‘

তাঁর আবেদন, ‘কখনও সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। বিশ্বের সর্বোচ্চ মঞ্চে আমাদের প্রধানমন্ত্রী হিন্দিতে কথা বলেন। একটা সময় মানুষ ভাবেন, যদি আমি নিজের ভাষায় কথা বলি, তাহলে অন্যরা কী মনে করবেন? আপনি কাজ দিয়ে, ভাবনা দিয়ে পরিচিতি পাবেন। ভাষা দিয়ে মানুষ বিচার হয় না। ভাষা শুধুই ভাব প্রকাশের মাধ্যম। আপনি কী বলতে চান সেটা নিজের ভাষায় যতটা বলতে পারবেন, অন্য ভাষায় সেই সুবিধা পাবেন না।‘

তিনি বলেছেন, ‘নিজের ভাষা ভুলছেন মানে, দেশের সংস্কৃতি থেকে দূরে সরছেন। তাই প্রত্যেক শিশুর অভিভাবকের কাছে আমার পরামর্শ বাড়িতে স্থানীয় ভাষায় কথা বলুন। যতই ওরা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ুক।‘ হিন্দি দেশের সরকার স্বীকৃত ভাষা। এমন দাবি করে অমিত শাহ বলেন, ‘হিন্দি কখনই অন্য ভাষার সঙ্গে প্রতিযোগিতায় নামেনি। বরং সব ভাষার আত্মীয় হিসেবেই হিন্দি ভারতীয় সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah Ministry of Culture Union Home Minister
Advertisment