সুনামি সতর্কতা ইন্দোনেশিয়ায়

লোম্বোক দ্বীপের উত্তর উপকূলের থেকে ১৫ কিলোমিটার দূরে ছিল এদিনের ভূকম্পনের উৎস। এক সপ্তাহ আগে, এখানে ৬.৪ কম্পনমাত্রার ভূকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ১৪ জন।

লোম্বোক দ্বীপের উত্তর উপকূলের থেকে ১৫ কিলোমিটার দূরে ছিল এদিনের ভূকম্পনের উৎস। এক সপ্তাহ আগে, এখানে ৬.৪ কম্পনমাত্রার ভূকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ১৪ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইন্দোনেশিয়ায় সুনামি(প্রতীকী ছবি)

ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বালি এবং লোম্বোক, এই দুই দ্বীপে ভীমিকম্পের পরেই এই সুনামি সতর্কতা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। রবিবারের এই সতর্কতার জেরে রিসর্ট আইল্যান্ড বলে পরিচিত এই দুই দ্বীপের পর্যটক এবং বাসিন্দাদের মধ্যে ত্রাস দেখা দিয়েছে।

Advertisment

লোম্বোক দ্বীপের উত্তর উপকূলের থেকে ১৫ কিলোমিটার দূরে ছিল এদিনের ভূকম্পনের উৎস। এক সপ্তাহ আগে, এখানে ৬.৪ কম্পনমাত্রার ভূকম্পের জেরে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এর পরেই দ্বীপ ছাড়তে শুরু করেন বহু মানুষ। আগ্নেয়গিরির জন্য বহু অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটক এখানে ভিড় জমান।

আজকের ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বালিতে কয়েক সেকেন্জের জন্য ভূমিকম্প অনুভূত হয়। মানুষজন দৌড়ে বাড়ির মধ্যে, হোটেলে ও রেস্তোরাঁয় আশ্রয় নেন।

Advertisment

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন কয়েক সেকেন্জের এই ভূমিকম্পে  কেঁরে উঠেছিল দরজা জানালা।

বিভিন্ন দফতরের আধিকারিকদের জনতাকে আশ্বস্ত করার চেষ্টা করতে দেখা গেছে।

tsunami