Advertisment

ব্যবসার কাজে গিয়ে আর ফেরা হল না, ভূমিকম্প প্রাণ কাড়ল তরুণ ভারতীয়’র

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এক ভারতীয় যুবকের মৃতদেহ। নিহতের নাম বিজয় কুমার

author-image
IE Bangla Web Desk
New Update
"Who was Vijay Kumar,Vijay Kumar turkey,Vijay Kumar indian,Vijay Kumar killed in turkey earthquake,Turkey Earthquake,Turkey News"

অতীতে তুরস্ক একাধিক ভূমিকম্পের সম্মুখীন হলেও সোমবারের ভূমিকম্প সবকিছুকে ওলোটপালট করে দিয়েছে। সোমবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে, তুরস্ক এবং সিরিয়া! সঙ্গে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক। যা এই শতাব্দীর বিশ্বের সপ্তম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। ২০০৩ সালে প্রতিবেশী ইরানে ভূমিকম্পে মারা যান ৩১ হাজারের বেশি। ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুমিছিলে কান্নার রোল। এখনও নিখোঁজ শ’য়ে শ’য়ে মানুষ। ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হচ্ছে মৃতদেহের সারি।  তুরস্কের মালতয়াতে এমনই একটি উদ্ধার অভিযান চলাকালীন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এক ভারতীয় যুবকের মৃতদেহ। নিহতের নাম বিজয় কুমার, যিনি উত্তরাখণ্ডের বাসিন্দা।

Advertisment

তুরস্কে ভারতীয় দূতাবাসের তরফে জানান হয়েছে বিজয় কুমারের মরদেহ ভারতে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। চভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহত ব্যক্তি ব্যবসার সূত্রে কয়েকদিন আগে তুরস্কে গিয়েছিলেন।

আরও পড়ুন: < ভূমিকম্পের পর কেটে গিয়েছে ১২৮ ঘন্টা, ধ্বংসস্তূপের নীচে ‘খিলখিলিয়ে হাসছে’ ২ মাসের শিশু >

দূতাবাস সূত্রে জানা গেছে, একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে বিজয় কুমারের  মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পিটিআই-সূত্রে খবর, বিজয়ের পরিবার জানিয়েছে যে দূতাবাসের এক আধিকারিক তাদের জানিয়েছিলেন যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বিজয়ের মুখ চিনতে অসুবিধা হয়েছে। বিজয় কুমারকে তার হাতে তৈরি 'ওম' ট্যাটু দ্বারা চিহ্নিত করা হয়েছিল।

তুরস্কের ভুমিকম্পে ২৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ৮৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। ভারত ৯০ সদস্যের একটি মেডিকেল টিমের সঙ্গে NDRF-এর একটি দল পাঠিয়েছে উদ্ধারকাজের সাহায্যে।ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে প্রায় ১ লাখ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Dead Body Turkey Earthquake
Advertisment