Advertisment

মেহতা’তেই আস্থা মোদী সরকারের, সলিসিটর জেনারেল পদে মেয়াদ বৃদ্ধি কেন্দ্রের

সলিসিটর জেনারেল পদে আরও তিন বছর থাকবেন তুষার মেহতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Appointment Committee of the Cabinet, Tushar Mehta, Solicitor-General of India, Assistant Solicitor Generals, Vikramjit Banerjee, K.M Nataraj, Balbir Singh, S.V Raju

তুষার মেহতা সলিসিটর জেনারেল পদে আসীন থাকবেন, কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ বাড়িয়েছে। কেন্দ্রীয় সরকার সলিসিটর জেনারেল পদে তুষার মেহতার মেয়াদ তিন বছরের জন্য বাড়িয়েছে। শুক্রবার (৩০ জুন) কেন্দ্র একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে মন্ত্রিসভার নিয়োগ কমিটি সলিসিটর জেনারেল হিসাবে তুষার মেহতাকে পুনরায় নিয়োগের অনুমোদন দিয়েছে। তিন বছরের জন্য সলিসিটার জেনারেল পদে দায়িত্ব পালন করবেন তুষার মেহতা।

Advertisment

২০১৮ সালের অক্টোবরে, কেন্দ্রীয় সরকার তৎকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সলিসিটর জেনারেল হিসাবে নিযুক্ত করে। ২০২০ সালের জুনে, কেন্দ্র তাকে ১ জুলাই ২০২০ থেকে পরবর্তী তিন বছরের জন্য সলিসিটর জেনারেল হিসাবে পুনরায় নিযুক্ত করে। মেয়াদ শেষে ফের নিজ দায়িত্বে আবার বহাল থাকলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

কেন্দ্র একটি নোটিশ জারি করে বলেছে যে বিক্রমজিৎ ব্যানার্জি, কে এম নটরাজ, বলবীর সিং, এস ভি রাজু, এন ভেঙ্কটরামন এবং ঐশ্বরিয়া ভাটিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে মাধবী দিভান, সঞ্জয় জৈন এবং জয়ন্ত কে সুদের মেয়াদ শেষ হয়েছে।

তুষার মেহতা কে?

তুষার মেহতা গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি সম্পুর্ণ করেন। তিনি কর্ণাটক রাজ্য আইন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেটও পেয়েছেন। তুষার মেহতা ১৯৮৭ সালে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০৭ সালে ৪২ বছর বয়সে গুজরাট হাইকোর্ট কর্তৃক একজন সিনিয়র আইনজীবী হিসেবে মনোনীত হন।

তিনি ২০০৮ সালে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন। ২০১৪ সালে তুষার মেহতা ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত হন। এর পরে মেহতা ২০১৮ সালে ভারতের সলিসিটর জেনারেল হিসাবে নিযুক্ত হন।

modi
Advertisment